সেকশন

সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
 

স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

আপডেট : ১৬ অক্টোবর ২০২২, ১০:৩৫ পিএম

শেরপুরে নবম শ্রেণির এক স্কুল ছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। এ ঘটনার পর শনিবার (১৫ অক্টোবর) রাতে ভুক্তভোগীর মা বাদি হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করলে গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত ইউপি সদস্য।

রোববার (১৬ অক্টোবর) জেলা সদর হাসপাতালে ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

ওই ইউপি সদস্যের নাম আরিফুল ইসলাম আরিফ (৩৩)। তিনি সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য এবং পাকুড়িয়া খামারপাড়া এলাকার মো. আলাল উদ্দিনের ছেলে। 

ভুক্তভোগীর পরিবার ও মামলা সূত্রে জানা গেছে, প্রতিবেশি ও জনপ্রতিনিধি হওয়ার সুবাদে ইউপি সদস্য আরিফ নবম শ্রেণির ওই স্কুল ছাত্রীর বাড়িতে আসা-যাওয়া করতেন। এক পর্যায়ে ওই স্কুলছাত্রীর ওপর আরিফের নজর পড়ে। বিষয়টি সে তার বাবা-মাকেও জানায়। এক পর্যায়ে গত ১১ অক্টোবর রাতে আরিফ গোপনে ওই স্কুল ছাত্রীর বাড়িতে প্রবেশ করে তার মুখ বেঁধে তাকে ধর্ষণ করে। 

পরে ঘটনার বিষয়ে স্কুল ছাত্রী তার বাবা-মাকে জানালে তারা মামলা করতে চাইলে প্রভাবশালীদের ইন্ধনে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। বিষয়টি পুলিশের কানে গেলে পুলিশ ভুক্তভোগীর মাসহ অভিভাবকদের থানায় নিয়ে এসে বিস্তারিত শুনেন। 

আরও পড়ুন: জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতা দেবে ব্রুনাই

পরে ওই ঘটনায় শনিবার রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে ইউপি সদস্য আরিফের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন। মামলায় ধর্ষণের সহযোগী হিসেবে মো. চাঁন মিয়া নামে আরও একজনকে  আসামি করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। রোববার জেলা সদর হাসপাতালে ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। অভিযুক্তকে ধরতে পুলিশের জোরালো অভিযান চলছে।


একাত্তর/আরবিএস  

লক্ষ্মীপুরে এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে তার পালক বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিজের মেয়েকে (১৫) ধর্ষণের দায়ে বাবাকে (৪৬) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
লক্ষ্মীপুর সদর রায়পুরে ছয় বছরের দুটি শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আলাদা মামলা হলে পুলিশ দুই জনকে গ্রেপ্তার করেছে।
ঝালকাঠিতে ধর্ষণের অভিযোগের সত্যতা না পাওয়ায় এক নারীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।
আগামী অর্থ-বছর থেকে কর্পোরেট কর সর্বনিম্ন ১৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
রাজধানীর বিভিন্ন স্থান থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন। রোমান ক্যাথলিক চার্চের প্রথম ল্যাটিন আমেরিকান নেতা ছিলেন পোপ ফ্রান্সিস।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত