নারায়ণগঞ্জে চার বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ৬২ বছরের এক বৃদ্ধ গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১২ অক্টোবর জেলার রূপগঞ্জ উপজেলার বিরাবো পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা বাদি হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
মঙ্গলবার (১৮ অক্টোবর) জেলার রূপগঞ্জ উপজেলার বিরাবো পৌরসভা এলাকা থেকে ওই বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম বাবুল মিয়া (৬২)। তিনি ওই এলাকার বাসিন্দা।
শিশুটির মায়ের অভিযোগ, ওই বৃদ্ধের ছেলে তাদের বাড়ি দেখাশোনা করে। গত ১২ অক্টোবর বাবুল মিয়া ছেলের সঙ্গে দেখা করতে আসেন। ওই দিন বিকেলে তিনি শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। এসময় শিশুর চিৎকারে তিনি দৌড়ে এলে বাবুল পালিয়ে যান। পরে বাবুলের পরিবারকে জানালে তারা ভয় দেখান ও হুমকি দেন।
এরপর মঙ্গলবার সকালে বিষয়টি স্থানীয় কাউন্সিলর মাইনউদ্দিনকে জানানো হয়। কাউন্সিলর বিষয়টি রূপগঞ্জ থানা পুলিশকে জানালে পুলিশ দুপুরে অভিযুক্ত বাবুল মিয়াকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন: ছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের মৃত্যুদণ্ড
এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা বলেন, শিশুটিতে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা ও অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
একাত্তর/এসি