গাজীপুরের টঙ্গীতে ভোক্তা অধিকারের অভিযানে ইয়াম্মী ফুড এন্ড বেভারেজ নামের একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৯ অক্টোবর) দুপুরে ভোক্তা অধিকারের অভিযানে নানা অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়।
টঙ্গী পশ্চিম থানা পুলিশের সহায়তায় বড় দেওড়া এলাকায় ভোক্তা অধিদপ্তর গাজীপুর কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
আরও পড়ুন: শান্তিতে পরমাণু শক্তি ব্যবহারের নজির গড়লো দেশ: প্রধানমন্ত্রী
ভোক্তা অধিকার গাজীপুর কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল জানান, প্রতিষ্ঠানটি বিএসটিআই সনদ না থাকার পরও বিএসটিআইয়ের লগো ব্যবহার করা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, সংরক্ষন ও বাজারজাত করার দায়ে এ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
তিনি আরও জানান, প্রতিষ্ঠানটি বিভিন্ন শিশু খাদ্য চিপস, জুস, মটরভাজা সহ ১০টি পন্য উৎপাদন করতো। তাদের কোনো ল্যাব বা টেকনেশিয়ান ছিল না। প্রতিটি পন্যের পেকেটে ওজনে কম দেয়ারও প্রমান পাওয়া যায়। এ সময় প্রতিষ্ঠানটি সাময়িক সময়ের জন্য সিলগালা করা হয়।
একাত্তর/আরবিএস