বরিশালের আগৈলঝাড়ায় বিপুল পরিমাণ মাদকসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, বুধবার (১৯ অক্টোবর) সন্ধ্যার পর মাদক বেচা-কেনার গোপন সংবাদের ভিত্তিতে আগৈলঝাড়া থানা পুলিশের এসআই মিল্টন মণ্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার নিমতলা নামক স্থান থেকে মাদকসহ মাদক কারবারি মো. ওবায়দুল তালুকদারকে (৩৮) গ্রেপ্তার করে।
এ সময় তার কাছ থেকে ৪শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক কারবারি ওবায়দুল পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বটকাজল গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় এসআই মিল্টন বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। যার নং ৪(১৯/১০/২২)।
আরও পড়ুন: গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে চার
গ্রেপ্তার ওবায়দুলকে বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে বরিশাল আদালতে পাঠানো হয়েছে।
একাত্তর/আরএ