নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। এ সময় তাদের কাছে থাকা দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তবে পালিয়ে গেছে আরও ১০ থেকে ১২ জন।
সোমবার রাতে উপজেলার তারাবো পৌরসভার হাটিপাড়া বালুর মাঠ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলো, শাকিল ইসলাম (২১) ,আলফাজ (১৮), সিফাত হোসেন (১৮), রিফাত হোসেন (২১) এবং শান্ত ভূইয়া (২১)। এসময় পালিয়ে যায় গ্যাংয়ের আরও ১০/১২ জন।
র্যাব জানায়, গোপন খবরে সেখানে অভিযান চালানো হয়। পরে কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে আটক ও তাদের কাছে থাকা দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় র্যাব ১১ এর এসআই মনিরুল ইসলাম বাদি হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
আরও পড়ুন: বিদ্যুৎ না থাকায় টর্চ ও মোবাইলের আলোয় অপারেশন
মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে পুলিশ তাদের আদালতে পাঠিয়েছে বলেও জানায় র্যাব।
একাত্তর/এসি