সেকশন

রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২
 

ভারত থেকে দেশে ফিরলেন আরও এক জেলে

আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ০৫:৩৮ পিএম

সিত্রাংয়ের কবলে পড়ে বঙ্গোপসাগরের ভারতীয় জলসীমায় চলে যাওয়া আরেকজন জেলেকে উদ্ধার করে বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করলো ভারতীয় কোস্ট গার্ড। এ জেলেকে মোংলায় আনার পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন মোংলা কোস্ট গার্ড। 

কোস্ট গার্ড ঢাকা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি রোববার বিকেলে জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে পড়ে ভাসতে ভাসতে বাংলাদেশ সমুদ্রসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় চলে যাওয়া আরও একজন জেলেকে উদ্ধার করে বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করেছেন ভারতীয় কোস্ট গার্ড। 

ওই জেলের হলো মো: আনোয়ার হোসেন (২৫)। তিনি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার বাসিন্দা। 

জানা যায়, আনোয়ারসহ ২১ জন জেলে গত ২০ অক্টোবর ভোলার নুরাবাদ ঘাট থেকে সমুদ্রে মাছ ধরতে যান। এরপর সিত্রাংয়ের কবলে পড়ে ২২ অক্টোবর তাদের ফিশিং ট্রলারটি ডুবে যায়। এরপর আনোয়ার ডুবন্ত ট্রলারে থাকা মাছ ধরার ফ্লোট ধরে প্রায় সাত দিন ধরে সমুদ্রে ভেসে ছিলেন। ওই সময়ে তার অন্যান্য সঙ্গী জেলেরা সমুদ্রে হারিয়ে যায়, যারা এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছে। পরবর্তীতে একটি ভারতীয় ফিসিং ট্রলার সাগর থেকে ভাসমান অবস্থায় আনোয়ারকে উদ্ধার করে ২৯ অক্টোবর ভারতীয় কোস্ট গার্ডের কাছে তুলে দেন। 

এরপর ভারতীয় কোস্ট গার্ড ৩০ অক্টোবর রবিবার বেলা পৌনে ১১টার দিকে উভয় দেশের দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে উদ্ধারকৃত জেলে আনোয়ারকে ভারতের আমোঘ বাংলাদেশ-ভারত সমুদ্রসীমার শূণ্য রেখায় বাংলাদেশ কোস্ট গার্ডের স্বাধীন বাংলা জাহাজে হস্তান্তর করে। বর্তমানে সে শারিরীকভাবে সুস্থ আছেন।

আরও পড়ুন: দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রতিটি বাহিনীকে দক্ষ করে গড়ে তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী

উদ্ধারকৃত জেলেকে কোস্ট গার্ড পশ্চিম জোনের সদর দপ্তরে (মোংলা) এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্মকর্তা কমলেশ মজুমদারের মাধ্যমে তার স্বজনদের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানায় কোস্ট গার্ড।

এর আগে ভারতীয় জলসীমা থেকে উদ্ধার হওয়া ২৩ জেলেকে ২৭ অক্টোবর মোংলা কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করেছিলো ভারতীয় কোস্ট গার্ড। ২৭ অক্টোবর রাতেই মোংলা কোস্ট গার্ড তাদেরকে তাদের পরিবার ও মহাজনের কাছে হস্তান্তর করেন।


একাত্তর/আরবিএস  

বাংলাদেশের নির্বাচনে ভারত সবসময় প্রভাব খাঁটিয়ে হাসিনার পক্ষে অবস্থান নিয়েছে। নৌকার মালিক হাসিনা, এই কারণে হাসিনাকে ক্ষমতায় রাখতে চাইতো ভারত।
সুন্দরবনে হান্নান বাহিনীর প্রধান হান্নান শেখসহ সাত জলদস্যুকে অস্ত্রসহ আটক করেছেন কোস্ট গার্ড। 
আমাদের কারো তাবেদারি করার আর দরকার নেই উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ছাত্র-জনতাই ২৪ জুলাই নতুন প্রেরণা নিয়ে শহীদ হয়েছে, আহত হয়েছে। তাদের চেতনা ধরে আমাদেরকে এগোতে হবে। 
ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আগরতলা অভিমুখে বিএনপির তিন অঙ্গসংগঠনের লংমার্চ কর্মসূচি বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে শেষ হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র হিসেবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নাম ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
পেহেলগামকাণ্ডে ভারত-পাকিস্তানের মধ্যে জমে উঠে বাকযুদ্ধ। নয়াদিল্লি ও ইসলামাবাদ থেকে প্রতিদিনই শোনা যাচ্ছে রণহুঙ্কার। ভয়াবহ নেই সন্ত্রাসী হামলা নিয়ে আবারও মুখ খুলেছেন ভারতের প্রধানমন্ত্রী এবং...
ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়নে জঙ্গিরা কোকেরনাগ জঙ্গল থেকে মনোরম বাইসারান উপত্যকা পর্যন্ত প্রায় ২০ থেকে ২২ ঘন্টা দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়েছিল।
সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংস্কারসহ আট দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন সরকারি চাকরিপ্রত্যাশীরা। এতে ওই এলাকা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে, সৃষ্টি হয়েছে তীব্র যানজট।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত