রাজবাড়ীর বালিয়াকান্দিতে করোনাকালে সরকারি নির্দেশনা অমান্য করে স্কুল পরিচালনা করায় এক কিন্ডার গার্টেন স্কুলের অধ্যক্ষকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বালিয়াকান্দিতে মনি মুকুর কিন্ডার গার্টেনের পরিচালক খোন্দকার রফিকুদ্দৌলা বাবলুকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আম্বিয়া সুলতানা বলেন, বালিয়াকান্দি শহরের ওই স্কুলের অধ্যক্ষ এর আগে স্কুল চালু রাখায় মুচলিকা দিয়েছিলেন। এরপরও সরকারি নির্দেশ অমান্য করায় তাকে জরিমানা করা হয়েছে। তিনি এবার অঙ্গিকারও করেছেন।
আরও পড়ুন: ভোলায় বজ্রপাত কেড়ে নিলো ২ শিশুর প্রাণ
অভিযানকালে সহযোগিতা করে থানা পুলিশের সদস্যরা।