জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে মেরুরচর ইউনিয়নের পূর্ব কলকীহারা ও উত্তর মাইছানিরচর গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বকশীগঞ্জের মেরুরচর ইউনিয়নের পূর্ব কলকীহারা গ্রামের মহিজল হকের ছেলে হরবাদশা (৪৫), একই গ্রামের আবদুল খালেকের স্ত্রী আকিজা বেগম (৩৫) ও উত্তর মাইছানিরচর গ্রামের কালা মিয়ার ছেলে খলিলুর রহমান (৫৫)।
স্থানীয়রা জানান, বকশীগঞ্জের উত্তর মাইছানিরচর গ্রামের খলিলুর রহমান বৃষ্টির সময় ব্রহ্মপুত্র নদে গোসল করতে যান। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপরদিকে খেত থেকে ধান নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে হরবাদশার মৃত্যু হয়। বৃষ্টি শুরু হলে বাড়ির পাশে শুকাতে দেয়া খড় আনতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয় আকিজা বেগমের।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন জাহান লিজা বজ্রপাতে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মা ও দুই শিশুর মৃত্যু
বকশীগঞ্জ উপজেলার মেরুর চর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম জিহাদ জানান, বিকাল ৫টার দিকে বজ্রপাতে তারা মারা গেছেন।
একাত্তর/আরএ