নোয়াখালীর সোনাইমুড়ী অন্ধ কল্যাণ সমিতি আই হসপিটাল এন্ড ডায়াবেটিকস সেন্টারের উদ্যোগে এবং ডা. শামীমা নাসরিন ফাউন্ডেশনের সহযোগিতায় বিনামূল্যে বিশেষজ্ঞ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে অন্ধ কল্যাণ সমিতি আই হাসপাতালে দিনব্যাপী এ ক্যাম্প হয়।
ক্যাম্পে কাার্ডিয়াক সার্জারি, গ্যাস্টো এনটেরোলজি, অর্থোপেডিক্স, চক্ষু, গাইনি, চর্ম ও যৌন রোগ, শিশু, গাইনি এন্ড অবস, মনোরোগ, ইউরোলজি বিভাগের ঢাকা ও চট্রগ্রাম থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকগণ প্রায় এক হাজার অসহায় ও দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন এবং বিনামূল্যে চোখে ছানি পড়া রোগীদের অপরারেশন করেন এবং চোখে লেন্স প্রতিস্থাপন করেন।
আরও পড়ুন: গোপন বৈঠক থেকে জামায়াতের আট নারী গ্রেপ্তার
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী পৌরসভার মেয়র নুরুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের, জেলা পরিষদের সদস্য মাহফুজুর রহমান বাহার, অন্ধ কল্যাণ সমিতি আই হসিপটালের পরিচালক ডা. এম এ এইচ শরীফ প্রমুখ।
একাত্তর/আরএ