সেকশন

মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
 

পটুয়াখালী মেডিক্যালের ইন্টার্নি চিকিৎসকদের কর্মবিরতি

আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ০২:৩৮ পিএম

হোস্টেলের নিরাপত্তা নিশ্চিতে তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধনসহ কর্মবিরতি পালন করছেন পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্নি চিকিৎসকরা। 

সোমবার (২ ডিসেম্বর) বেলা ১২টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এছাড়া তারা রোববার (১ ডিসেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন। 

মানববন্ধনে অংশ নেয়া ইন্টার্নি চিকিৎসকরা জানান, তাদের তিন দফা দাবির মধ্যে রয়েছে- হোস্টেলে নিরাপত্তা কর্মী নিয়োগ, সীমানাপ্রাচীর নির্মাণকাজ সম্পন্ন করা ও হোস্টেল কম্পাউন্ড সিসিটিভি ক্যামেরার আওতায় আনা।  

তারা অভিযোগ করে বলেন, ইন্টার্নি চিকিৎসক হোস্টেলের পশ্চিম পাশের সীমানাপ্রাচীর নির্মাণ কাজ শেষ না হওয়ায় সেখানে অবাধে বহিরাগত লোকজন প্রবেশ করে। ইতোমধ্যে কয়েকজন ইন্টার্নি চিকিৎসকের মালামাল চুরি হয়েছে। সবশেষ ৩১ ডিসেম্বর রাতে গ্রিল কেটে চোর প্রবেশ করে একজনের রুম থেকে মালামাল নিয়ে যায়। এসবের ফলে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ ব্যাপারে ইন্টার্নি চিকিৎসক অদিতি বোস টুম্পা বলেন, ইন্টার্নি শুরু হওয়ার দুই বছর পরেও তাদের হোস্টেলের সুরক্ষা নিশ্চিত করা হয়নি। একজন নিরাপত্তা কর্মী নিয়োগ, সীমানাপ্রাচীর নির্মাণকাজ শেষ করা ও সিসিটিভি ক্যামেরা স্থাপন জরুরি হয়ে পড়েছে। এ ব্যাপারে কর্তৃপক্ষকে বারবার অবহিত করেও তাদের কাছ থেকে কোনও সাহায্য পাওয়া যাচ্ছে না। 

এদিকে, ইন্টার্নি চিকিৎসকদের কর্মবিরতিতে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা ব্যাহত হচ্ছে। ওয়ার্ড ঘুরে দেখা যায় সেখানে রোগী সংখ্যা কমে গেছে।  

ইন্টার্নি চিকিৎসক ইফাজ হোসেন বলেন, ছেলেদের হোস্টেল থেকে প্রায়ই সাইকেল-ল্যাপটপসহ অন্যান্য মালামাল চুরি হয়। বারবার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলে তারা শুধু আশ্বাস দিয়েই যাচ্ছেন, সমাধান কিছু হচ্ছে না। 

পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মতিনকে হাসপাতালে না পাওয়ায় এ ব্যাপারে তার প্রতিক্রিয়া জানা যায়নি।  

আরও পড়ুন: মোবাইলে প্রেম কাল হলো কিশোরীর

তবে হাসপাতালের সরকারি পরিচালক ডা. দিলরুবা লিজা জানান, ইন্টার্নি চিকিৎসকদের হোস্টেল ভবন এখনো গণপূর্ত বিভাগ তাদের কাছে হস্তান্তর করেনি। একাডেমিক ভবনসহ প্রকল্পের আওতায় আরও কিছু অবকাঠামোর কাজও এখনো শেষ হয়নি, চলমান রয়েছে সীমানা প্রাচীন নির্মাণের কাজ। 

এ কারণে তাদের সমস্যায় পড়তে হচ্ছে জানিয়ে তিনি বলেন, তারা আন্তরিকভাবে এসব সমস্যা সমাধানের চেষ্টা করছেন। 

উল্লেখ্য, ২০১৪ সালে স্থাপিত হয় পটুয়াখালী মেডিক্যাল কলেজ। সাথে রয়েছে ২৫০ শয্যার হাসপাতাল। বর্তমানে এখানে কর্মরত রয়েছেন ৩৮ জন ইন্টার্নি চিকিৎসক। 


একাত্তর/এসজে

পটুয়াখালীতে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বর্তমানে শিশুটি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় জাহিদুল ইসলাম মুন্না (২০) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পটুয়াখালীর গলাচিপায় প্রায় ৫৮ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা চুরির ঘটনায় স্ত্রী চম্পা বেগমের দায়ের করা মামলায় স্বামী নাসির উদ্দিন মোল্লাকে (৪৭) গ্রেপ্তার করেছে র‍্যাব।
পটুয়াখালীর দুমকিতে জুলাই-আগস্ট আন্দোলনে এক শহীদের মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আরও একজনেক গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। দাবি করা হচ্ছে, গ্রেপ্তার তরুণটি ওই ঘটনার মূলহোতা। এ নিয়ে ওই ঘটনায়...
গাজীপুরে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা ঈদ বোনাস, ছুটির টাকা ও চলতি মাসের অর্ধেক বেতনের দাবিতে কারখানার ভেতরে কর্মবিরতি পালন করছেন।
প্রথম মিনিটেই বাংলাদেশ যে সুযোগটা পেলো, তাতে ভারতীয় গোল কিপার গোল পোস্ট থেকে ছিলেন অনেকটা দূরে। তবে গোলমুখে সেই শট লক্ষ্যভ্রস্ট হয় রনির। এরপর আরও কয়েকবার আগে সুযোগ। কিন্তু এর কোনোটাই কাজে লাগানো...
সম্প্রতি এলাকায় শতাধিক গাড়ির বহর নিয়ে রাজনৈতিক শোভাযাত্রা করায় তাসনিম জারার আহবান করা ব্যাখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
চীন সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে থাকায় স্বস্তি প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এ বছরে রমজানে দ্রব্যমূল্য আগের তুলনায় কমেছে, জনগণ স্বস্তি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত