পাবনার ঈশ্বরদীতে অসহায় ও দুস্থ ও এতিম শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন প্রয়াত সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের পুত্র আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য সাকিবুর রহমান শরীফ কনক।
শুক্রবার (৩০ ডিসেম্বর) ও শনিবার (৩১ ডিসেম্বর) শহরের আলীবর্দি সড়কে নিজ বাসভবনে প্রায় ১০ হাজার দুস্থ ও এতিমদের হাতে তিনি শীতবস্ত্র তুলে দেন।
এসময় কনক শরীফ বলেন, এলাকার মানুষের প্রতি প্রয়াত পিতার ভালবাসার ধারাবাহিকতা অব্যাহত রাখতে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছি। করোনার সময়ে আমরা যেভাবে এলাকার অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে ছিলাম, তেমনিভাবে সবসময় মানুষের যেকোন কষ্টে পাশে থাকবো ইনশাল্লাহ।
তিনি আরও বলেন, আমরা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালীর জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।
এ সময় ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস কামরুন্নাহার শরীফ, যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমালসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
একাত্তর/এসি