ঘন কুয়াশার কারণে চার ঘণ্টা বন্ধ থাকার পর দেশের গুরুত্বপূর্ণ নৌরুট দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। যাত্রী ও যানবাহন নিয়ে ঘাটে ভিড়েছে মাঝ নদীতে আটকে থাকা তিনটি ফেরি।
চার ঘণ্টা বন্ধ থাকার পর শনিবার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার সময় এই নৌরুটের ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এর আগে সকাল সাড়ে ৭টার সময় কুয়াশার ঘনত্ব বেড়ে নৌযান পারাপার ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিটিসি কর্তৃপক্ষ।
ফেরি চলাচল বন্ধ থাকায় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে পারের অপেক্ষায় আটকা পড়ে ছোট বড় কয়েকশ যানবাহন। প্রচণ্ড শীত আর কুয়াশায় বিপাকে পড়েন যাত্রী ও চালকেরা।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় দেশে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, শনিবার ভোর থেকে এই নৌরুটে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। এতে সকাল সাড়ে ৭টার সময় নৌপথের মার্কিংবাতি অস্পষ্ট হয়ে নৌ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে ঝুঁকি এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
পরে সকাল সাড়ে ১১ টার সময় কুয়াশা কিছুটা কমে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি।
একাত্তর/এসজে