গাজীপুরে তালাবদ্ধ ঘর থেকে মা ও ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ ডিসেম্বর) জেলার শ্রীপুর উপজেলার পৌর শহরের কেওয়া পশ্চিম খণ্ড এলাকায় নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
তারা হলো- শ্রীপুর পৌর এলাকার কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের সিরাজ ইসলাম সিরুর মেয়ে রুবিনা (২২) ও তার ছয় বছরের ছেলে জিহাদ। রুবিনা মুন্সীগঞ্জের বিক্রমপুর থানার ঝুমন মিয়ার স্ত্রী।
রুবিনার বাবা সিরাজ মিয়া জানান, প্রায় সাড়ে পাঁচ বছর আগে ঝুমন ও রুবিনার বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা এক সঙ্গে রুবিনার নিজ বাড়িতে বসবাস করছিল। চারদিন আগে হঠাৎ রুবিনা ও তার ছেলে নিখোঁজ হয়। খোঁজ করলে তাদের ঘর ও গেট তালাবদ্ধ অবস্থায় পায়। এ অবস্থায় বোন সেলিনা শনিবার বিকেলে ওই তালাবদ্ধ ঘরের তালা ভেঙে মা ও ছেলের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
আরও পড়ুন: এতো স্বর্ণের দাম এর আগে দেখেনি দেশ
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান, ধারণা করা হচ্ছে ২/৩ দিন আগে তাদের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে তাদের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। কীভাবে তাদের মৃত্যু হয়েছে সেটা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় নিহতের স্বামী ঝুমন মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
একাত্তর/এসি