নাটোরের বড়াইগ্রামে পানিতে ডুবে সজল (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৫ জুন) দুপুর ৩টার দিকে উপজেলার আটুয়া মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঐ শিশু আটুয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আটুয়া রফিকের বাড়ির সামনে সজল ও আরিফুল গোসল করতে নামলে শিশু সজল পানিতে ডুবে যায়। তাকে আব্দুল মালেকের ছেলে আরিফুল ইসলাম (৫) উদ্ধার করতে গেলে সেও ডুবে যায়।
স্থানীয় আলীম দেখতে পেয়ে উদ্ধার করলেও ঘটনাস্থলেই সজলের মৃত্যু হয়। আহত অবস্থায় আরিফুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: কাজে আসছে না পটুয়াখালী শহর রক্ষা বাঁধ
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
একাত্তর/আরএ