সাতক্ষীরায় করোনায় আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ ও সাতক্ষীরা সদর হাসপাতালে তারা চিকিৎসাধীন ছিলেন।
গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় ২১১ জনের নমুনা পরীক্ষায় নতুন করে আরো ১১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২৫৬। জেলায় করোনা শনাক্তের হার বর্তমানে ৫২ দশমিক ৬১ শতাংশ। আর সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে মোট করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ৬শ ৬০ জন। দিন দিন করোনা সংক্রমণের হার বাড়তে থাকায় তাই আরো এক দফা বাড়ানো হলো লকডাউনের মেয়াদ। আজ থেকে শুরু হয়েছে দ্বিতীয় দফার লকডাউন। এদিকে সীমান্ত এলাকাগুলোতে বাড়ানো হয়েছে নজরদারী।
একাত্তর/ এনএ