মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কের মূলজান এলাকায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় মোটর সাইকেলের দুই আরোহী মারা গেছেন। গুরুতর আহত হয়েছেন অ্যাম্বুলেন্স চালক রনি মিয়া। নিহতরা হলেন, মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাচুরিয়া গ্রামের আবদুল আলিম ও সাকরাইল গ্রামের দিপক হালদার। গুরুতর আহত অ্যাম্বুলেন্স চালক রনি মিয়ার বাড়ি যশোর জেলার সদর উপজেলার গোপপাড়া গ্রামে।
আজ শনিবার (১২ জুন) সকাল ৭টার দিকে এই দুর্ঘটনার ঘটে।
মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, শনিবার সকাল সাড়ে ৬টার গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে ঢাকা থেকে যশোরগামী লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে বিপরীতগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেলের দুই আরোহী । দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহত অ্যাম্বুলেন্স চালক রনি মিয়াকে উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করেন। তার অবস্থার গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।