খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় একদিনে দুইজন মারা গেছেন। আইসিইউতে ভর্তি রয়েছেন ১৩ জন।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুহাস রঞ্জন হালদার জানিয়েছেন, যে দু’জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন তারা চিকিৎসাধীন ছিলেন। এছাড়া, জেলায় গত ২৪ ঘণ্টায় ১১৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। পরীক্ষা বিবেচনায় সেখানে শনাক্তের হার ৩১ শতাংশ।
আজ সেখানে নতুন করে কোন রোগী ভর্তি না হলেও আইসিইউতে ১৩ জনসহ শতাধিক রোগী ভর্তি রয়েছে।
একাত্তর/ এনএ