বন্দরনগরী চট্টগ্রামে আবারও বাড়তে শুরু করেছে করোনা ভাইরাসের সংক্রমণ। কিছুদিন কম থাকার পর জেলায় করোনা শনাক্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এ কারণে নগরীর কোভিড চিকিৎসা কেন্দ্রগুলোতে রোগীর সংখ্যা বাড়ছে।
গত ৭ জুন চট্টগ্রামে জেলায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা সংক্রমণের হার ছিল দশ শতাংশের কম। কিন্তু পাঁচ দিনের মাথায়, ১২ জুন শনাক্তের হার দাঁড়ায় ১৬ শতাংশে।
এর প্রভাব পড়েছে হাসপাতালগুলোতে। সরকারি হাসপাতালে করোনা রোগীদের শয্যা এখনো পর্যাপ্ত খালি থাকলেও বেসরকারি হাসপাতালে আইসিইউ ও কেবিন পেতে বেগ পেতে হচ্ছে।
বেসরকারি প্রতিষ্ঠান ম্যাক্স হাসপাতালের পরিচালক ডা. লিয়াকত আলী জানান, কিছুদিন আগেও করোনা রোগীর সংখ্যা কমে আসছিলো। কিন্তু কয়েক দিন ধরেই আবারো বাড়ছে।
চট্ট্রগামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বী জানালেন, ঈদের আগে-পরে সরকারি নির্দেশনা না মেনে চলাচল ও জনসমাগমের স্থান খুলে দেওয়ায়, শুধু নগরীতেই নয়, জেলার গ্রামাঞ্চলেও করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ছে।
আর, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আক্তার চৌধুরী বললেন, মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানান প্রবণতা কমে যাওয়ায় করোনার সংক্রমণ বাড়ছে।
আরও পড়ুন: নওগাঁয় এক মাসে বেড়েছে করোনায় মৃত্যু ও শনাক্ত
এদিকে, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া জানালনে, চট্টগ্রামে এখনও ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত না হলেও সীমান্তবর্তী এলাকাগুলোর সাথে পণ্য পরিবহনের সংযোগ থাকায় বন্দরনগরীতেও এ ভ্যারিয়েন্টের সংক্রমণ ছড়িয়ে পড়ার আশংকা উড়িয়ে দেয়া যায় না।
চট্টগ্রামে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন প্রায় ৫৫ হাজার। আর করোনায় মৃত্যু হয়েছে ৬৪০ জনের বেশি মানুষের।