চুয়াডাঙ্গায় করোনায় নতুন করে আরও ৫৭ জন শনাক্ত হয়েছেন। এতে ২৪ ঘণ্টায় জেলায় সংক্রমণের হার দাঁড়িয়েছে ৪৩ শতাংশে। একইসময়ে জেলায় একজনসহ মোট মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ৭২ জনে।
এদিকে ভারতফেরত দুই জনের নমুনা ঢাকার রোগতত্ত্ব বিভাগে পরীক্ষার জন্য পাঠানোর পর তারা উক্ত দুই জনের নমুনায় ভারতীয় ভেরিয়েন্ট শনাক্ত করে তাদের ওয়েবসাইটে প্রকাশ করলেও চুয়াডাঙ্গা জেলা স্বাস্থ্য বিভাগ এবিষয়ে কিছু নিশ্চিত করতে পারেনি।
সোমবার (১৪ জুন) চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডাঃ এ এস এম মারুফ হাসান জানান, গত ২৪ ঘন্টায় ১৩২ জনের নমুনার ফলাফলে ৫৭ জন আক্রান্ত হয়েছেন।
এনিয়ে জেলায় মোট দুই হাজার ২৬১ জন করোনা রোগী শনাক্ত হল। আক্রান্তদের মধ্যে হাসপাতাল ও হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৩০৮ জন।
জুন মাসের শুরু থেকেই সীমান্তবর্তী এই জেলায় আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। পরিস্থিতি সামাল দিতে সীমান্ত সংলগ্ন ১৭টি গ্রামে লকডাউন ঘোষণা করেও উল্লেখযোগ্য সফলতা পাওয়া যাচ্ছে না।
আরও পড়ুন: নোভাভ্যাক্স টিকা ৯০ শতাংশ কার্যকর, ঠেকাবে ডেল্টাকেও
এ বিষয়ে সিভিল সার্জন বলেন, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই সঙ্গে মানুষ সচেতন হলে করোনা মোকাবিলা সম্ভব হবে। তা না হলে করোনার প্রকোপ যেভাবে বাড়ছে তাতে পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে।
বর্তমানে করোনা পরিস্থিতি মোকাবিলায় জেলায় জনসচেতনতামূলক প্রচারণাসহ লকডাউন ঘোষিত গ্রামগুলিতে অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও ঔষধ পৌঁছে দেওয়া হচ্ছে।
একাত্তর/আরএইচ