সেকশন

মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২
 

চুয়াডাঙ্গায় একদিনে আরও ৫৭ করোনা রোগী

আপডেট : ১৫ জুন ২০২১, ০৩:১৫ পিএম

চুয়াডাঙ্গায় করোনায় নতুন করে আরও ৫৭ জন শনাক্ত হয়েছেন। এতে ২৪ ঘণ্টায় জেলায় সংক্রমণের হার দাঁড়িয়েছে ৪৩ শতাংশে। একইসময়ে জেলায় একজনসহ মোট মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ৭২ জনে। 

এদিকে ভারতফেরত দুই জনের নমুনা ঢাকার রোগতত্ত্ব বিভাগে পরীক্ষার জন্য পাঠানোর পর তারা উক্ত দুই জনের নমুনায় ভারতীয় ভেরিয়েন্ট শনাক্ত করে তাদের ওয়েবসাইটে প্রকাশ করলেও চুয়াডাঙ্গা জেলা স্বাস্থ্য বিভাগ এবিষয়ে কিছু নিশ্চিত করতে পারেনি।

সোমবার (১৪ জুন) চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডাঃ এ এস এম মারুফ হাসান জানান, গত ২৪ ঘন্টায় ১৩২ জনের নমুনার ফলাফলে ৫৭ জন আক্রান্ত হয়েছেন।

এনিয়ে জেলায় মোট দুই হাজার ২৬১ জন করোনা রোগী শনাক্ত হল। আক্রান্তদের মধ্যে হাসপাতাল ও হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৩০৮ জন। 

জুন মাসের শুরু থেকেই সীমান্তবর্তী এই জেলায় আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। পরিস্থিতি সামাল দিতে সীমান্ত সংলগ্ন ১৭টি গ্রামে লকডাউন ঘোষণা করেও উল্লেখযোগ্য সফলতা পাওয়া যাচ্ছে না। 

আরও পড়ুন: নোভাভ্যাক্স টিকা ৯০ শতাংশ কার্যকর, ঠেকাবে ডেল্টাকেও

এ বিষয়ে সিভিল সার্জন বলেন, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই সঙ্গে মানুষ সচেতন হলে করোনা মোকাবিলা সম্ভব হবে। তা না হলে করোনার প্রকোপ যেভাবে বাড়ছে তাতে পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে।

বর্তমানে করোনা পরিস্থিতি মোকাবিলায় জেলায় জনসচেতনতামূলক প্রচারণাসহ লকডাউন ঘোষিত গ্রামগুলিতে অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও ঔষধ পৌঁছে দেওয়া হচ্ছে। 


একাত্তর/আরএইচ

দেশের বিভিন্নস্থানে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার পাশাপাশি প্রতিবেশী দেশ ভারতেও এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে।
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের চরগঙ্গা গ্রামের একটি মাছ ধরার ট্রলার বঙ্গোপসাগরে ডুবে গেছে।
যশোরের চৌগাছায় ধর্ষণের শিকার ৭ বছরের সেই শিশুর চিকিৎসা সহায়তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির অফিস ভাঙচুর করা লোক আমার দলে থাকলে আমি নিজেই পুলিশে দেবো বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
ইরানে বসবাসরত বাংলাদেশি এবং বাংলাদেশে থাকা তাদের স্বজনদের যোগা‌যো‌গের জন‌্য তেহরান এবং ঢাকায় হটলাইন চালু ক‌রে‌ছে সরকার।
গত দেড় দশকে ঘটে যাওয়া গুমের ঘটনাগুলোর তদন্তে জাতিসংঘের যেকোনো সহযোগিতা বাংলাদেশ স্বাগত জানাবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস।
বিতর্কিত তিন জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে জড়িত সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবদের ভূমিকা তদন্তে অবিলম্বে একটি কমিটি গঠনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের...
২৪ ঘণ্টায় দেশে ২৫ করোনা রোগী শনাক্ত হয়েছে। এসময়ে মৃত্যু হয়েছে এক জনের। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ১০ দশমিক ৮২ শতাংশে। যা গতদিনের তুলনায় বেশি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত