টাঙ্গাইলের সখীপুরে আদিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠী কোচ সম্প্রদায়ের এক নারীকে গণধর্ষণের মামলায় দুই আসামীকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইলের ডিবি পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।
পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানিয়েছেন, ‘মামলাটি লোমহর্ষক এবং চাঞ্চল্য হওয়ায় আমরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছি। একজন আসামী এখনও পলাতক রয়েছে আমরা খুব দ্রুতই তাকে আইনের আওতায় আনতে সক্ষম হবো। আমাদের অভিযান অব্যাহত রয়েছে’
গত বৃহস্পতিবার রাতে সখিপুর উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের বাজাইল বড়চালা গ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠির কোচ সম্প্রদায়ের এক নারী গণধর্ষণের শিকার হন। গুরুতর আহত অবস্থায় ওই নারীকে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে অবস্থার অবনতি হলে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। এখনও তিনি সেখানে চিকিৎসাধীন আছেন বলে হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো শফিকুল ইসলাম সজীব নিশ্চিত করেছেন।
একাত্তর/ এনএ