চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় দ্বিতীয় দিনের মত চলছে লকডাউন। তবে, প্রশাসনের কড়া নজদারী থাকলেও লকডাউন মানছেন না কেউ।
এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে ১৬ জন আক্রান্ত হয়েছেন এবং করোনায় শিরিন রুবি নামের এক বৃদ্ধা মারা গেছেন। এনিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাড়ালো ৭২ জনে এবং বর্তমানে চুয়াডাঙ্গা জেলায় করোনা আক্রান্তের হার ৫৭.১৪ শতাংশ। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৩৪৫জন। চিকিৎসাধীন আছেন ৩৮৫ জন। তবে জেলার সব থেকে আক্রান্তের হার বেশি দামুড়হুদা উপজেলায়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সিভিল সার্জন ড. এ এস এম মারুফ হাসান জানিয়েছেন, গতকাল মঙ্গলবার ১৫ জুন রাতে ২৮ জনের মধ্যে ১৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। করোনা সংক্রমনের হার ক্রমেই বেড়েই চলছে।
দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান বলেন, করোনা মহামারী ঠেকাতে ১৪ দিনের লকডাউন চলছে এবং যারা লকডাউন মানবেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
একাত্তর/ এনএ