চাঁপাইনবাবগঞ্জে কঠের বিধিনিষেধের মেয়াদ বাড়ল আরও সাতদিন। চলমান লকডাউনের কারণে এ জেলায় কমেছে করোনার সংক্রমণের হার।
বুধবার (১৬ জুন) সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেসবিফ্রিং এসব তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ।
জেলা প্রশাসক বলেন, কঠোর বিধিনেষেধের শেষ দিন আজ। জেলায় করোনার সংক্রমণের হার কমেছে। দ্বিতীয় দফায় ফের ৭ দিনের জন্য কঠোর বিধিনেষেধ আরোপ করা হলো। আজ বুধবার (১৬ জুন) রাত ১২ টা থেকে ২৩ জুন (বুধবার) রাত ১২ টা এ কঠোর বিধিনিষেধ বলবৎ থাকবে।
তিনি আরও বলেন, সব ধরনের শপিংমল স্বাস্থ্যবিধি মেনে সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চালু থাকবে। মোটরসাইকেলে একজন ও ব্যাটারিচালিত অটো গাড়িতে দুইজন যাত্রী যাতায়াত করতে পারবে। সব ধরনের সাপ্তাহিক হাট আগামী বুধবার পর্যন্ত বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় দ্রবাদির দোকানগুলো ৯ টা থেকে ৫ টা পর্যন্ত খোলা থাকবে। স্বাস্থ্যবিধি মেনে আম ক্রয়-বিক্রয় ও পরিবহন চালু থাকবে।
জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ আরও বলেন, জনসমাবেশ, রাজনৈতিক ও ধর্মীয় আচার অনুষ্ঠান বন্ধ থাকবে। হোটেল রেস্তোরায় বসে খাওয়া যাবেনা, তবে সকাল ৬ টা থেকে ১০ টা পর্যন্ত খাবার সরবরাহ করতে পারবে। জেলার মধ্যে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন আসন সংখ্যা অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। শিল্প-কারখানা ও স্বাস্থ্যবিধি মেনে নিজস্ব ব্যবস্থাপনায় চালু থাকবে। কৃষি ও নির্মাণ কাজের সাথে জড়িত শ্রমিকগণ স্বাস্থ্যবিধি মেনে সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত কিছু নির্মাণ কাজ চালাতে পারবে। মসজিদের জুমাসহ ওয়াক্তের নামাজে ২০ জনের অতিরিক্ত মুসল্লির নিয়ে নামাজ পড়া যাবেনা।
যদি এ বিধিনিষেধ অমান্য করে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান জেলা প্রশাসক।
একাত্তর/আরবিএস