সেকশন

মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২
 

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ: ছদ্মবেশে আসামিদের ধরল পুলিশ

আপডেট : ১৮ জুন ২০২১, ১২:৩৮ এএম

ঢাকার দোহার উপজেলার দক্ষিণ শিমুলিয়া এলাকায় একটি পরিত্যাক্ত ইটভাটায় ১৪ বছর বয়সী প্রতিবন্ধী কিশোরীকে দলবেধে ধর্ষণের ঘটনায় আসামীদের আটক করেছে পুলিশ। আসামিদের ধরতে কখনও রিক্সা চালক, কখনও ফেরিওয়ালা সেজে ৫ আসামিকে খুঁজে বের করে দোহার থানা পুলিশ। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রথম দিকে প্রতিবন্ধী কিশোরীর সাথে মোবাইলে পরিচয়ের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তোলে রাজিব নামে এক দিনমজুর। গত ৯ মে দুপুর ১২টার দিকে কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে বের করে দক্ষিণ শিমুলিয়ায় একটি পরিত্যক্ত ইটভাটায় ডেকে নিয়ে যায়। সেখানে তাকে রাজিব ও সহযোগী মুজিবুর রহমান, ফারুক, মামুন ও সোবাহান ধর্ষণ করে পালিয়ে যায়। পরে কিশোরীর চিৎকার শুনে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। 

আরও পড়ুন: দেড় মাসে করোনায় সর্বোচ্চ মৃত্যু, নতুন শনাক্ত ৩৮৪০

এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে দোহার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল জানান, তার নির্দেশে পুলিশ সদস্যরা রিক্সাচালক ও ফেরিওয়ালার ছদ্মবেশ ধারণ করে ফরিদপুর, মুন্সিগঞ্জ ও দোহারের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৫ আসামিকে গ্রেপ্তার করেন। 

আসামিরা সবাই দোহারের বিভিন্ন স্থানে দিনমজুরের কাজ করতো। আসামিরা হলো- ফরিদপুরের বাসিন্দা মুজিবুর (৩০), তার ছোট ভাই ফারুক (২৫), তাদের ভাগ্নে রাজিব (২০), কুড়িগ্রামের বাসিন্দা মামুন (১৯) এবং ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা সোবাহান (৩০)।

দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, কিশোরী ধর্ষণের ঘটনায় পুলিশের অভিযানে পাঁচ আসামি গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়। তারা সবাই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।  


একাত্তর/এসজে 

দেশের বিভিন্নস্থানে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার পাশাপাশি প্রতিবেশী দেশ ভারতেও এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে।
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের চরগঙ্গা গ্রামের একটি মাছ ধরার ট্রলার বঙ্গোপসাগরে ডুবে গেছে।
যশোরের চৌগাছায় ধর্ষণের শিকার ৭ বছরের সেই শিশুর চিকিৎসা সহায়তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির অফিস ভাঙচুর করা লোক আমার দলে থাকলে আমি নিজেই পুলিশে দেবো বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
আট জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ জন্য এসব অঞ্চলের নদীবন্দরেও সতর্কতা দেখাতে বলা হয়েছে।
ইরানে বসবাসরত বাংলাদেশি এবং বাংলাদেশে থাকা তাদের স্বজনদের যোগা‌যো‌গের জন‌্য তেহরান এবং ঢাকায় হটলাইন চালু ক‌রে‌ছে সরকার।
গত দেড় দশকে ঘটে যাওয়া গুমের ঘটনাগুলোর তদন্তে জাতিসংঘের যেকোনো সহযোগিতা বাংলাদেশ স্বাগত জানাবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস।
বিতর্কিত তিন জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে জড়িত সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবদের ভূমিকা তদন্তে অবিলম্বে একটি কমিটি গঠনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত