জামালপুরে ইসলামপুর ও মাদারগঞ্জ উপজেলায় আলাদা ঘটনায় পানিতে ডুবে শিশুসহ তিন জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ও দুপুরে আলাদা এই দুর্ঘটনাটি দুটি ঘটে।
ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মাজেদুর রহমান জানিয়েছেন, উপজেলার পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ এলাকায় পানি ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
তারা হলো- সিরাজাবাদ গ্রামের ইব্রাহিমের ছেলে সীমান্ত (৭) এবং একই গ্রামের শুক্কুর আলী ছেলে মৃণাল (৭)।
শিশু দুটির পরিবারের বরাত দিয়ে তিনি জানান, পরিবারের লোকজনের অজান্তে বাড়ির পাশে পুকুরে পানিতে খেলতে গিয়ে শিশু দুটি ডুবে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
অপরদিকে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুল হক জানান, সোমবার সকালে ঝারকাটা নদীর গুনারীতলার ভেলামারি অংশে নদীতে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: বোরকা পড়ে যুবলীগ নেতা হত্যা, গ্রেপ্তার আরও তিন
ওই ব্যক্তির নাম গবি মণ্ডল (৫৫)। তিনি ভেলামারি এলাকার মৃত গফুর মণ্ডলের ছেলে।
পরিবারের বরাত দিয়ে তিনি জানান, গবি দুই দিন আগে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন।
একাত্তর/এসি