সেকশন

রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
 

কুয়াকাটায় ভাটার টানে সাগরে নিখোঁজ কিশোর

আপডেট : ৩০ জুন ২০২৩, ০২:৪৬ পিএম

ঈদের ছুটিতে নানাবাড়ি বেড়াতে গিয়ে কলাপাড়ার কুয়াকাটা সংলগ্ন চর গঙ্গামতি সাগরে গোসল করতে নেমে এক কিশোর নিখোঁজ হয়েছে। এসময় স্থানীয়রা আরও দুই কিশোরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।

ঈদের ছুটিতে বেড়াতে গিয়ে কুয়াকাটায় এক কিশোর সাগরে নিখোঁজ হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে কুয়াকাটা সংলগ্ন চর গঙ্গামতি সাগরে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ কিশোরের নাম নাবিল (১৬)। সে কলাপাড়া পৌর শহরের এতিমখানা এলাকার বজলুর রহমানের ছেলে। নাবিল এবছর এসএসসি পরীক্ষা দিয়েছে। 

নিখোঁজ কিশোর নাবিলের স্বজন ও এলাকাবাসী জানান, শুক্রবার সকালে সহপাঠী ৫-৬ জন মিলে সাগরে গোসলে নামে।  এ সময় ভাটার টানে নাবিলসহ আরও দুই জন ভেসে যায়। স্থানীয়রা তাৎক্ষণিক মাসুম ও সাইমুন নামে দুই কিশোরকে উদ্ধার করতে পারে। কিন্তু স্রোতের টানে ভেসে যায় নাবিল। 

image


খবর পেয়ে স্থানীয় লোকজন সাগরে জাল টেনে নিখোঁজ নাবিলের সন্ধান করলেও  দুপুর ১২টা পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

আরও পড়ুন: বৃষ্টি ও বৈরি আবহাওয়ায় রাঙ্গামাটিতে পর্যটক খরা

মহিপুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আলম খান জানান, খবর পেয়েই ফায়ার সার্ভিসে জানানো হয়েছে। তারাও ঘটনাস্থলে রওনা দিয়েছেন। 


একাত্তর/এসি

প্রায় ছয়দিন পর সূর্যের দেখা মিললো পটুয়াখালীর কলাপাড়ায়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রভাব কেটে যাওয়ায় শুক্রবার (১১ জুলাই) অনেকটাই শান্ত কুয়াকাটা।
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে আজও উত্তাল পটুয়াখালী কলাপাড়ার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। সমুদ্রে স্বাভাবিক জোয়ারের চেয়ে পানির উচ্চতা বেড়েছে দুই থেকে তিন ফুট।
রাতে এক নারীকে হাত-পা বেঁধে টেনে হেঁচড়ে তুলে নেওয়ার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা গেছে, কেঁদে কেঁদে ওই নারী চিৎকার করে বলছেন- ‘আমারে বাঁচা, বাঁচা আমারে, আমারে একটু বাঁচা।’
বরিশাল বিভাগে গত এক মাসের বেশি সময় ধরে ডেঙ্গুর প্রকোপ বাড়লেও চিকিৎসা সুবিধা বাড়ছে না।
নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতাকে সিলেটে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাদারীপুরে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে আয়শা আক্তার (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
স্বৈরাচারী ব্যবস্থা যেন ফিরে না আসে সে জন্য জাতীয় ঐকমত্য কমিশন কাজ করছে বলে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার।
২০২৫ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকে বাংলাদেশে নিট বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। আন্তঃকোম্পানি ঋণ এবং শক্তিশালী ইক্যুইটি বিনিয়োগ বৃদ্ধির ফলে এ প্রবৃদ্ধি হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত