ঈদের ছুটিতে নানাবাড়ি বেড়াতে গিয়ে কলাপাড়ার কুয়াকাটা সংলগ্ন চর গঙ্গামতি সাগরে গোসল করতে নেমে এক কিশোর নিখোঁজ হয়েছে। এসময় স্থানীয়রা আরও দুই কিশোরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।
ঈদের ছুটিতে বেড়াতে গিয়ে কুয়াকাটায় এক কিশোর সাগরে নিখোঁজ হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে কুয়াকাটা সংলগ্ন চর গঙ্গামতি সাগরে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ কিশোরের নাম নাবিল (১৬)। সে কলাপাড়া পৌর শহরের এতিমখানা এলাকার বজলুর রহমানের ছেলে। নাবিল এবছর এসএসসি পরীক্ষা দিয়েছে।
নিখোঁজ কিশোর নাবিলের স্বজন ও এলাকাবাসী জানান, শুক্রবার সকালে সহপাঠী ৫-৬ জন মিলে সাগরে গোসলে নামে। এ সময় ভাটার টানে নাবিলসহ আরও দুই জন ভেসে যায়। স্থানীয়রা তাৎক্ষণিক মাসুম ও সাইমুন নামে দুই কিশোরকে উদ্ধার করতে পারে। কিন্তু স্রোতের টানে ভেসে যায় নাবিল।
খবর পেয়ে স্থানীয় লোকজন সাগরে জাল টেনে নিখোঁজ নাবিলের সন্ধান করলেও দুপুর ১২টা পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
আরও পড়ুন: বৃষ্টি ও বৈরি আবহাওয়ায় রাঙ্গামাটিতে পর্যটক খরা
মহিপুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আলম খান জানান, খবর পেয়েই ফায়ার সার্ভিসে জানানো হয়েছে। তারাও ঘটনাস্থলে রওনা দিয়েছেন।
একাত্তর/এসি