বগুড়া শহরের শাপলা মার্কেটে ভয়াবহ আগুনে পুড়ে গেছে ১৫টি দোকান। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি।
রোববার সকাল সাড়ে ৭টার দিকে ওই মার্কেটের কাপড় ও সুতার দোকানে সূত্রপাত হয়।
এসময় স্থানীয় ব্যবসায়ীরা খবর দিলে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় ২ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ব্যবসায়ী জানান, আসন্ন ঈদ উপলক্ষে ব্যাংক ঋণ ও সমিতি থেকে টাকা লগ্নি করে দোকানে মালামাল তুলেছিলেন তারা। কিন্তু এমন ঘটনায় তারা এখন কি করবেন ভেবে পাচ্ছেন না। তবে কীভাবে আগুন লেগেছে তা এখন পর্যন্ত কেউ বলতে পারেননি।
বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সরকারী পরিচালক মঞ্জিল হক জানান, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার কর্মীরা।
তিনি আরও জানান, সময়মতো আগুন নিয়ন্ত্রণে আনায় অনেক ব্যবসা প্রতিষ্ঠান আগুনের হাত থেকে রক্ষা পেয়েছে।
মার্কেটে কীভাবে আগুন লেগেছে সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এ কর্মকর্তা।