সেকশন

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
 

কিশোরগঞ্জের হাওরে বৈশাখের আলপনা; বিশ্ব চিনবে বাংলার সংস্কৃতি

আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ০৯:০৫ পিএম

বাঙালির গর্ব তার সংস্কৃতিতে। আবহমান বাংলার এই সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরার লক্ষ্যে ও গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ঠাঁই করে নিতে রং তুলি নিয়ে একদল শিল্পী এখন কিশোরগঞ্জের হাওরে। গতকাল শুক্রবার বিকেল পাঁচটায় কিশোরগঞ্জের মিঠামইন জিরো পয়েন্ট এলাকা থেকে অষ্টগ্রাম জিরো পয়েন্ট পর্যন্ত ১৪ কিলোমিটার সড়কে আলপনা আঁকার কাজ শুরু হয়।

‘আলপনায় বৈশাখ ১৪৩১

এশিয়াটিক এক্সপেরিয়েনশিয়াল মার্কেটিং লিমিটেড, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড ও বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের যৌথ উদ্যোগের এই আয়োজনের নাম দেওয়া হয়েছে ‘আলপনায় বৈশাখ ১৪৩১’।

গতকাল এই আলপনা আঁকার কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য ও সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক। অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশিদ, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চিফ অপারেটিং কর্মকর্তা ও পরিচালক মো. মহসিন হাবিব চৌধুরী, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের কর্মকর্তা মনজুলা মোরশেদ, কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আবুল কালাম আজাদ, জেলা পরিষদ প্রশাসক জিল্লুর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদ মিয়া, চিত্রশিল্পী মো. মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

বিশ্বের দীর্ঘতম আলপনা আঁকা হচ্ছে হাওরে

আয়োজকদের সূত্রে জানা গেছে, ৬৫০ জন চিত্রশিল্পী ১৪ কিলোমিটার ‘অলওয়েদার’ সড়কে আলপনা আঁকার কাজ করছেন। এতে প্রায় সাড়ে ৯ হাজার লিটার রং লাগবে। এর আগে সর্বোচ্চ ১০ কিলোমিটার দীর্ঘ আলপনা ছিল। তবে সেটা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পায়নি। গতকাল রাতে ২০টি অটোরিকশায় বড় বড় এলইডি লাইট জ্বালিয়ে কাজ চলে।

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ বলেন, ‘আমরা হাওরবাসী খুবই খুশি যে বিশ্বের দীর্ঘতম আলপনা আঁকা হচ্ছে হাওরে। আগামীকাল রোববার এ কর্মযজ্ঞ শেষ হবে। এরপরই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের জন্য আমরা আবেদন করব। আশা করছি, এক মাসের মধ্যে আমাদের আশা পূর্ণ হবে।’ তিনি আরও বলেন, হাওরবাসীর স্বপ্নের এই অলওয়েদার সড়কে আগে দেশি পর্যটকেরা এসেছেন। এখন যেহেতু এখানে বিশ্বের দীর্ঘতম আলপনা হচ্ছে, তাই সারা বিশ্বে এর প্রচার ও প্রসার ঘটবে এবং বিদেশি পর্যটকেরাও হাওর দেখতে আসবেন।

আগামীকাল ১৪ এপ্রিল পহেলা বৈশাখ আলপনা আঁকার এই শৈল্পিক কাজ পরিদর্শন করবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক।

 

এনএন
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে ওঠা প্রশ্নের ব্যাখ্যায় প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, বিশ্বে পূর্ব শত্রুদের মিত্রে পরিণত হওয়ার অনেক উদাহরণ রয়েছে। তার দাবি,...
নারায়ণগঞ্জে আড়াইহাজার থানায় জিডি করতে টাকা নেওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, ওই থানার অফিসার ইনচার্জ মো. এনায়েত হোসেন লিখিত আবেদনের সঙ্গে দেওয়া টাকা নিয়ে বলছেন, ‘কম টাকা...
এদিকে সরকার আন্তরিক হলে ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব বলে মনে করে দলটি। কিন্তু নির্বাচন কেন দিতে দেরি হচ্ছে তার কোনো উত্তর পাচ্ছে না বিএনপি। দলের নেতারা বলছেন, সংস্কার শেষে নির্বাচন বিলম্বিত করার...
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার চরাঞ্চলে বিষধর সাপ রাসেলস ভাইপারের (চন্দ্রবোড়া) উপদ্রব বেড়েছে। স্থানীয়দের ভাষ্য, গত দুই সপ্তাহে সাপটির দংশনে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন চার কৃষক। বর্তমানে মাঠে যেতেও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত