সেকশন

রোববার, ২২ জুন ২০২৫, ৭ আষাঢ় ১৪৩২
 

যুবকের পায়ুপথে ডাব, আসলে কি ঘটেছিলো?

আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ০১:০৪ এএম

মানুষ হরহামেশাই অনাকাঙ্খিত দুর্ঘটনার শিকার হোন। এসব দুর্ঘটনার মধ্যে এমন কিছু ঘটনা ঘটে যায় যখন তা তা সবাইকে অবাক করে, বিষ্মিতও করে। এই যেমনটি ঘটেছে চাঁদপুর জেলার এক যুবকের বেলায়। কাঠ, রড, কাঁটা কিংবা গাছের ডাল নয়, এই যুবকের পায়ুপথে ঢুকে গেছে আস্ত একটি ডাব! সেই ডাবের আকার আবার এক-দুই ইঞ্চি নয়, পুরো ছয় ইঞ্চি!

এমন খবরে যেমন যুবকের স্বজনরা তাজ্জব বনে গেছেন, তেমনি খবরটি প্রচারের পর বিষ্ময়ে চোখে কপালে তুলেছেন অনেকে, সবার একটাই প্রশ্ন- এও কি সম্ভব? আরও বিস্ময়কর বিষয় হলো, পায়ু পথে ঢুকে যাওয়া সেই ডাব বের করা হয়েছে রীতিমতো অস্ত্রপচার করে। হাস্যকর হলেও এমন ঘটনাই ঘটেছে চাঁদপুর জেলার শাহরাস্তি জেলার টামটা দক্ষিণ ইউনিয়নে।

গেলো শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে নারকেল গাছের মরা ডাল কাটতে গাছে উঠেছিলেন ওই ব্যক্তি। তার সাথে তখন আর ছিলেন না কেউই। গাছে ওঠার কিছুক্ষণ পরেই তিনি ডাল ছিড়ে গাছ থেকে পুকুরে পড়ে যান। এরপরই তীব্র যন্ত্রণায় কাতরাতে থাকেন।

এরপর তড়িঘড়ি করে তাকে চাঁদপুরের শাহরাস্তি এলাকার ম্যডিল্যাব হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রোগীর অবস্থা দেখে কর্তব্যরত চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ও এক্সরে করান । এক্সরের রির্পোট দেখেতো চিকিৎসকদের চক্ষু চড়কগাছ! ডাবটি বেশ বড় আকারের বলে দেখতে পান সেই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আরিফ উল হাসান।

তিনি জানান, যে কোনো কারণে হোক, ওই রোগীর মলদ্বার দিয়ে ডাবটি ঢুকে যায়। এ দৃশ্য দেখে চিন্তায় পড়ে যান তারা। জানিয়ে দেন যে, অস্ত্রোপচার ছাড়া কোনও ভাবেই ডাবটি বের করা সম্ভব নয়। পরে তারা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ডাবটি বের করে আনেন।

এ বিষয়ে রোগীর স্বজন শেখ ফরিদ জানান, অপারেশনের পরে বের হওয়া ডাবের আকার দেখে তাজ্জব বনে গেছেন তিনিসহ অন্যরা। তবে কীভাবে ডাবট পায়ুপথে প্রবেশ করল সে বিষয়ে কথা বলতে রাজি হননি তিনি। তার মতোই এই ঘটনা নিয়ে গণমাধ্যমে কথা বলতে চাননি রোগীর স্বজনেরা।

যুবকের পায়ুপথ থেকে ছয় ইঞ্চি ডাব বের করার খবরে দেশজুড়ে ব্যাপক বিষ্ময়ের সঙ্গে হাস্যরসও তৈরি হয়। এই প্রতিবেদন তৈরি করার সময় ওই রোগী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এখন অনেক সুস্থ আছেন। চিকিৎসকরা বলছেন, এই ঘটনায় তারাও অনেক অবাক হয়েছে।

 

এআর
চট্টগ্রামের কালুরঘাট সেতুর ওপর ট্রেনের ধাক্কায় সংঘটিত দুর্ঘটনার তদন্তে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে চার রেলকর্মীকে।
চাঁদপুরে ২০১৩ সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ১৮ দলীয় জোটের অবরোধ ও বিক্ষোভ মিছিলে হামলায় এক ছাত্রদল নেতা হত্যায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনিসহ ১৪০ জনের নামে এবং অন্তত ৩৫০ জনকে...
চাঁদপুর ও নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলায় বিদ্যুতস্পৃষ্টে তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে চাঁদপুরে বসতঘরে বিদ্যুতায়িত হয়ে দুই জন এবং রূপগঞ্জে তার চুরি করতে গিয়ে (পুলিশের ভাষ্য) একজন মারা...
চাঁদপুর শহরের নতুন বাজার এলাকায় পৌরসভার ড্রেনের গ্যাসে বিস্ফোরণের ঘটনায় মা তন্নী আক্তার (৩৫), ছেলে রোহান (৮) ও আরেক শিশু মো. রাহিম (৮) আহত হয়েছে।
ইসরাইলকে জবাবদিহিতার আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সাবেক প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনারদের নামে মামলা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
উপাচার্যবিরোধী আন্দোলনে জড়ানো শিক্ষার্থীদের স্থায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) কর্তৃপক্ষ। 
শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে দিনভর সড়ক অবরোধ ও বিক্ষোভ শেষে রাজধানীর ভাটারার নতুনবাজার এলাকা থেকে সরে গেছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত