ঢাকার আশুলিয়ায় ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালের আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা গৃহবধূ ববিতা আক্তার অবশেষে মারা গেছেন।
ছয়দিন মৃত্যুর সঙ্গে লড়ে সোমবার রাত পৌনে ১২ দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ইনচার্জ ইউসুফ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গেলো ১৫ মার্চ সন্ধ্যায় ছেলে ও মেয়েকে নিয়ে একটি রেস্টুরেন্টে খেতে যান ববিতা আক্তার। পরে রিকশাযোগে বাড়ি ফেরার সময় আশুলিয়ার পলাশবাড়ির ব্যস্ততম সড়কে ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত হন তিনি। এরপর থেকেই তিনি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এ ঘটনার পর ভুক্তভোগী গৃহবধূ ববিতার পরিবার আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করে।
পুলিশ জানায়, এ ঘটনায় ওসমান নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। অপর অজ্ঞাত এক ছিনতাইকারী এখনও পলাতক রয়েছে।