সেকশন

রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
 

চট্টগ্রামে পুলিশের বাধায় বিক্ষোভ মিছিল পণ্ড

আপডেট : ১১ জুলাই ২০২৪, ০৬:২৭ পিএম

পুলিশি বাধার মুখে চট্টগ্রামের টাইগার পাসে অবস্থান নিতে পারেনি কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও চবি অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা। এসময় তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর বটতলী রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। 

আন্দোলনকারীরা বটতলী রেল স্টেশন থেকে মিছিল নিয়ে টাইগার পাসের দিকে অগ্রসর হলে এক পর্যায়ে চারদিক থেকে ব্যারিকেড দিয়ে তাদের ঘেরাও করে পুলিশ। এসময় বাধা ঠেলে সামনে এগিয়ে যেতে চাইলে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। 

টাইগার পাসে অবস্থান নিতে না পেরে আন্দোলনকারীরা ছোট ছোট মিছিল নিয়ে নগরীর ২ নম্বর গেইট এলাকায় আবারও অবস্থান নেয়। শিক্ষার্থীরা মিছিলে পুলিশি বাধায় ক্ষোভ প্রকাশ করে শ্লোগান দেয়। 

আন্দোলনকারীরা জানান, কোটা সংস্কারের একদফা দাবি মেনে না নেয়া পর্যন্ত আন্দোলন চলবে জানান। 

এর আগে দুপুর আড়াইটার দিকে বটতলী রেল স্টেশনে রেলপথ অবরোধ করতে গেলে সেখান থেকে তাদের সরিয়ে দেয় পুলিশ। 

কোটা সংস্কার ও মেধাভিত্তিক নিয়োগ বাতিল করে ২০১৮ সালের পরিপত্র জারি করে সরকার। গত ৫ জুন সেই পরিপত্রের আংশিক অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। এর ফলে সরকারি চাকরিতে আগের কোটা পদ্ধতি ফিরে আসে।  

এরপরই হাইকোর্টের আদেশ বাতিল এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে আন্দোলনে নেমেছেন সাধারণ শিক্ষার্থীরা। গত রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টসহ, দেশের বিভিন্ন মহাসড়ক ও রেলপথ অবরোধ করছেন তারা। এতে তীব্র ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।

এরইমধ্যে বুধবার হাইকোর্টের আদেশে এক মাসের স্থিতাবস্থা দিয়েছে আপিল বিভাগ। এই সময়ে সরকারি চাকরিতে কোটা থাকবে না। কোটাবিরোধী আন্দোলনকারীদেরও ক্লাসে ফিরতে বলেছেন প্রধান বিচারপতি।

কিন্তু এসবের কিছুই মানতে নারাজ শিক্ষার্থীরা। ক্লাস-পরীক্ষা বর্জন করে তারা আগের মতোই অবরোধ-কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। 

কোটাবিরোধী আন্দোলনকারীরা এখন নতুন দাবি তুলেছেন যে, আদালত নয়, সরকারের নির্বাহী বিভাগ থেকে সুস্পষ্ট ঘোষণা আসতে হবে।

আরবিএস
কক্সবাজার সমুদ্রে ছবি তুলতে গিয়ে ভেসে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ দুই শিক্ষার্থীর মধ্যে আসিফ আহমদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
কক্সবাজার সমুদ্র সৈকতে ছবি তুলতে গিয়ে প্রবল স্রোতে তলিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও দুই শিক্ষার্থী। তাদের উদ্ধারে খোঁজ চলছে।
সিনেমার গল্প নয়, বাস্তব চিত্র। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্লুইস গেট সংলগ্ন ঝিরিপথ দিয়ে কাটা গাছ ভেসে আসার ঘটনা ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে পাচারকারী চক্র নিয়ে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অপহৃত পাঁচ শিক্ষার্থী মুক্ত হয়েছেন বলে দাবি করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।
নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতাকে সিলেটে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাদারীপুরে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে আয়শা আক্তার (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
স্বৈরাচারী ব্যবস্থা যেন ফিরে না আসে সে জন্য জাতীয় ঐকমত্য কমিশন কাজ করছে বলে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার।
২০২৫ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকে বাংলাদেশে নিট বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। আন্তঃকোম্পানি ঋণ এবং শক্তিশালী ইক্যুইটি বিনিয়োগ বৃদ্ধির ফলে এ প্রবৃদ্ধি হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত