রপ্তানিমুখী শিল্পকারখানা চালুর ঘোষণার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি এবং লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা থেকে শত শত যাত্রী রাজধানীতে আসছেন ফেরি এবং লঞ্চে চড়ে। এদিকে বাস চালু হওয়ায় যাত্রীরা কিছু পথ ভেঙ্গে ভেঙ্গে আসছেন।
রোববার (১ আগস্ট) সকালে ফেরিঘাট এলাকায় গিয়ে দেখা গেছে, কোনো দুর্ভোগ ছাড়াই যাত্রীরা ঢাকার দিকে রওনা করেছেন। তবে যাত্রীদের অভিযোগ, দ্বিগুণ থেকে তিনগুণ ভাড়া আদায় করা হচ্ছে।
বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছেন, তাদের ১৬টি ফেরির সবগুলো চলাচল করছে। তবে ঘাটে উল্টো চিত্রও রয়েছে। ঢাকা থেকেও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলায় যাত্রীরা যাচ্ছেন প্রাইভেটকার ও মাইক্রোবাসে করে। গণপরিবহন চালু হওয়ার কারণে তারা অনায়াসেই চলে যাচ্ছেন দক্ষিণের জেলাগুলোতে।
আরও পড়ুন: অপরিকল্পিত লকডাউন ও করোনা টিকা নিয়ে সরকারের সমালোচনায় ফখরুল
উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণ রোধে গত ২৩ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। যা চলবে ৫ আগস্ট পর্যন্ত। বিধিনিষেধ চলাকালে দেশের সব শিল্প-কারখানা বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছিল।
তবে ঈদের পর থেকেই কারখানা খোলার জন্য সরকারের কাছে দাবি জানিয়ে আসছিলেন শিল্প-কারখানার মালিকরা। ওই দাবির পরিপ্রেক্ষিতে শুক্রবার (৩০ জুলাই) গার্মেন্টসসহ রপ্তানিমুখী শিল্প-কারখানা স্বাস্থ্যবিধি মেনে খোলার সিদ্ধান্ত নেয় মন্ত্রীপরিষদ বিভাগ।
একাত্তর/এসি