সেকশন

মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
 

বাগেরহাট উপকূলে নানামুখী সংকটে বানভাসিরা

আপডেট : ০১ আগস্ট ২০২১, ০৪:৪২ পিএম

বাগেরহাটের অর্ধলক্ষাধিক মানুষ এখনো পানিবন্দি। টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে কমপক্ষে পাঁচ শতাধিক কাঁচা ঘর। শরণখোলায় ডুবে আছে প্রায় ২০ হেক্টর পানের বরজ। 

এদিকে, মোংলা উপজেলার অর্ধেকের বেশি এলাকা হাঁটু ও কোমর পানিতে ডুবে আছে। রান্না ঘরে পানি উঠে যাওয়ায় রান্না খাওয়ায় দারুণ অসুবিধায় পড়তে হচ্ছে তাদের। টানা বর্ষণ থামলেও বাগেরহাটের মানুষের দুর্ভোগ কমেনি। বৃষ্টির পানি নামতে শুরু করলেও বিভিন্ন উপকূলীয় এলাকায় এখনও পানিবন্দি বহু মানুষ।

বিশেষ করে শরণখোলা, মোংলা, মোরেলগঞ্জ, রামপাল ও বাগেরহাট সদরের নিম্নাঞ্চল এখনো প্লাবিত। ক্ষতিগ্রস্ত হয়েছে কমপক্ষে পাঁচ শতাধিক কাঁচা ঘর। বৃষ্টিতে বাগেরহাটের চারটি উপকূলীয় উপজেলার কয়েকশ’ মাছের ঘের তলিয়ে গেছে। বৃষ্টি অব্যাহত থাকলে এসব মাছের ঘের ভেসে যাওয়ার আশংকা করছে মৎস্য বিভাগ।

জেলায় সব থেকে বেশি ক্ষতি হয়েছে শরণখোলা উপজেলার। এখনও পানিবন্দি রয়েছে ২০ হাজার মানুষ। প্রায় ২০ হেক্টর পানের বরজও পানির দখলে। উপজেলায় ৭৫০ হেক্টর জমির বীজতলা নষ্ট হয়েছে জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাতুনে জান্নাত বলছেন, ক্ষতিগ্রস্ত চাষিদের সহায়তা প্রদানে কাজ করছেন তারা ।

বৃষ্টিতে তলিয়ে গেছে মোংলা পৌর শহর ও উপজেলার বিভিন্ন এলাকা। পৌরসভার চার তৃতীয়াংশ হাঁটু ও কোমর পানিতে তলিয়ে রয়েছে। শহরের রাস্তাঘাটের উপর হাঁটুপানি আর বাড়িঘরে কোমর সমান। অতিরিক্ত পানিতে তলিয়ে রয়েছে পানি নিষ্কাশনের ড্রেন ও খাল। পানিবন্দি হয়ে আছে প্রায় দেড় হাজার মানুষ।

পানিবন্দি চার উপজেলার মানুষের জন্য ১২ টন চাল বরাদ্দ দিয়েছে জেলা প্রশাসন।  


একাত্তর/ এনএ

বরগুনায় স্কুল পড়ুয়া কিশোরীকে ধর্ষণ ও তার বাবাকে হত্যার ঘটনায় ভুক্তভোগী শিশু ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
যশোরে বাড়ির ভেতরে ঢুকে মীর সামির সাকিব সাদী নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে।
দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে পটুয়াখালীর গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমানের অপসারণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এই দাবিতেসর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ...
সুন্দরবন উপকূলের বিভিন্ন এলাকায় মোংলা কোস্টগার্ডের আলাদা অভিযানে ২০৫ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে। এসময় আটক করা হয়েছে এক শিকারীকে।
ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় বেশ কয়েকজন হুথি কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।
এবার দৈনিক যায়যায়দিন পত্রিকার ‘ডিক্লারেশন’ (প্রকাশনার অনুমতি) পেয়েছেন পত্রিকাটির সাবেক সম্পাদক শফিক রেহমান। ১৮ বছর পর পত্রিকাটি ফিরে পেলেন তিনি।
যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় মঙ্গলবার ভোরে ব্যাপক আকারে বিমান হামলা শুরু করেছে ইসরাইল। ভয়াবহ এসব হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৪০৪ জন।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ৯ মাস ধরে আটকে থাকার পর অবশেষে পৃথিবীতে ফিরছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার দুই নভোচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত