সেকশন

মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
 

ঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড়, ভাড়া নাগালের বাহিরে

আপডেট : ০১ আগস্ট ২০২১, ০৯:২৪ পিএম

এক রাতের নোটিশে শিল্প-কারখানা খুলে দেয়ায় স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব উপেক্ষা করে লক্ষ্মীপুর-ভোলা নৌরুটে লঞ্চ ও ফেরিতে ঢাকা-চট্টগ্রামে যাচ্ছেন কর্মজীবি মানুষ। করোনা সংক্রমণ মোকাবেলায় চলমান কঠোর বিধিনিষেধের ৯ম দিনে শহরমুখী যাত্রীদের ঘিরেই দক্ষিণাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাটের ফেরিঘাট। 

ফেরিঘাটে কোনো যানজট না থাকলেও সারাদিনই ভেঙ্গে ভেঙ্গে আসা যাত্রীদের উপচে পড়া ভিড় বাড়ছে সেখানে। আগের দিনের মতো রোববারও (১ অগাস্ট) সকাল থেকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব উপেক্ষা করে যাত্রীবাহী বাস ও ছোট ছোট পরিবহনে গাদাগাদি করে ঢাকা-চট্টগ্রামে যাচ্ছেন কর্মজীবি মানুষ।

ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া শ্রমজীবি নারী সেলিনা বেগম একাত্তরকে জানান, তিনি গত শনিবার ঢাকার উদ্দেশ্যে যেতে পারেন নাই। তিনি ভোলা থেকে রওনা হয়েছেন, যাবেন ঢাকায়। রোববার সকালে তার সাথে কর্মস্থল ঢাকা যাচ্ছেন আরো ৪/৫ জন সহকর্মী। বাধ্য হয়ে তাকে ভোলা-লক্ষ্মীপুর সি ট্রাক খিজির -৮ এ করে লক্ষ্মীপুর মজুচৌধুরীর হাট আসতে হয়েছে। এসে দেখেন  যাত্রীদের জিম্মি করে লক্ষ্মীপুর-থেকে ঢাকাগামী কয়েকটি পরিবহন সরকার কর্তৃক নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণ হারে বাস ভাড়া আদায় করছেন। বাধ্য হয়েই তিনি স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব উপেক্ষা ঢাকার উদ্দেশ্যে রওনা করছেন।
আরও পড়ুন: এক সপ্তাহে এক কোটি টিকা দেয়া হবে: স্বাস্থ্য মন্ত্রী

গার্মেন্টস কর্মী নুর নাহার বেগম একাত্তরকে জানান, ভোলা থেকে তারা লঞ্চযোগে মজুচৌধুরীর ঘাট হয়ে লক্ষ্মীপুরে এসে পৌছাঁন। পর্যাপ্ত পরিমাণে যানবাহন না থাকায় ঘন্টার পর ঘন্টা  বাসের টিকেট এর জন্য অপেক্ষা করছেন তিনি। 

লক্ষ্মীপুর মজুচৌধুরীর ঘাট ইজারাদার মোঃ ইসমাইল হোসেন জানান, এই ঘাটে ঢাকা ও চট্টগ্রামমুখী যাত্রীদের চাপ অনেকটাই বেশি। তবে ঘাটে যাত্রীর তুলনায় গণপরিবহনের সংকট থাকায় ঘণ্টার পর ঘণ্টা বাসের জন্য অপেক্ষা করে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে ঢাকা, চট্টগ্রাম রওনা হচ্ছেন অনেকে। তাছাড়া গণপরিবহন গুলো উপর সরকারি নজরদারি না থাকায় অতিরিক্ত যাত্রী ভাড়া নিচ্ছেন তারা। 


একাত্তর/এসএ

বরগুনায় স্কুল পড়ুয়া কিশোরীকে ধর্ষণ ও তার বাবাকে হত্যার ঘটনায় ভুক্তভোগী শিশু ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
যশোরে বাড়ির ভেতরে ঢুকে মীর সামির সাকিব সাদী নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে।
দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে পটুয়াখালীর গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমানের অপসারণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এই দাবিতেসর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ...
সুন্দরবন উপকূলের বিভিন্ন এলাকায় মোংলা কোস্টগার্ডের আলাদা অভিযানে ২০৫ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে। এসময় আটক করা হয়েছে এক শিকারীকে।
সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা, হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের স্বার্থ সংশ্লিষ্ট ৩১টি ব্যাংক হিসাবের ৩৯৪ কোটি ৬০ লাখ টাকা ফ্রিজ...
বরগুনায় স্কুল পড়ুয়া কিশোরীকে ধর্ষণ ও তার বাবাকে হত্যার ঘটনায় ভুক্তভোগী শিশু ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
জাতীয় সংসদ নির্বাচনের কাজ যাতে ব্যাঘাত না হয় ও প্রবাসীদের ভোগান্তির কথা চিন্তা করে এবং কর্তৃপক্ষের ভরসায় বুধবারের ‘অপারেশনাল হল্ট’ কর্মসূচি স্থগিত করেছে ইসি কর্মীরা।
বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসা বন্ধ করা হয়নি বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত