চুয়াডাঙ্গায় মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘন্টায় করোনায় ২ জন করোনা উপসর্গ নিয়ে ৩ জনসহ ৫ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৮২ জনে। সোমবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান এসব তথ্য নিশ্চিত করে বলেন, গত ২৪ ঘন্টায় ৩৩৩ জনের নমুনা পরীক্ষায় নতুন ৫৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এছাড়া এখন পর্যন্ত জেলায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২২ হাজার ৭২৯ জনের এর মধ্যে ২২ হাজার ৪৩৪ জনের ফলাফল পাওয়া গেছে । জেলায় বর্তমানে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬ হাজার ১০৩ জন। এদিকে নতুন করে সুস্থ ৮৯ জনসহ মোট সুস্থ হয়েছেন ৪ হাজার ১০৬ জন এবং মোট মৃত্যু ১৮১ জন।
বর্তমানে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা ১ হাজার ৮২৫ জন এর মধ্যে ৮৫ জন চুয়াডাঙ্গা সদর হাসপালের হলুদ লাল জোনে ১ হাজার ৭৩০ জন জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং নিজ নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।
একাত্তর/ এনএ