মুন্সীগঞ্জের সিরাজদিখানে যৌতুকের টাকা দিতে না পারায় নির্যাতনের শিকার হয়েছেন এক গৃহবধূ। সবশেষ গেল রোববারে নির্যাতনের এক পর্যায়ে তাকে হত্যা চেষ্টা করা হয়। এ সময় প্রাণে বেঁচে গেলেও শারীরিকভাবে নির্যাতন করা হয় তাকে। এই নির্যাতনের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর তার পাশে দাঁড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার সকালে ওই গৃহবধুর স্বামী মুরাদ শেখকে স্ত্রী নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে নারী-শিশু নির্যাতন দমন আইনে নিয়মিত মামলা দেয়া হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বৃষ্টির মধ্যে ঘরের বাইরে এনে স্ত্রীকে নির্যাতন করছেন সিরাজদিখান এলাকার মুরাদ শেখ। এ সময় ওই গৃহবধূকে বাঁচানোর চেষ্টা করছিলেন আশপাশের দুই একজন।
নির্যাতিত ওই গৃববধূ জানান, মুরাদ শেখের সঙ্গে ১৩ বছর আগে তার বিয়ে হয়। তাদের সংসারে দুই কন্যা সন্তান আছে। বিয়ের পর থেকেই বাবার বাড়ি থেকে যৌতুকের দুই লাখ টাকা এনে দিতে বলে। না পেলেই নির্যাতন করতো তার মাদকাসক্ত স্বামী। গেলো রোববার টাকা না দেয়ায় কুপিয়ে হত্যার চেষ্টা করেন।
বিষয়টি জানার পর ওই গৃহবধুকে হাসপাতালে নিতে চাইলে বাধা দেয় মুরাদ। এলাকার জনপ্রতিনিধি জানান, পুলিশের মাধ্যমে নির্যাতিতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। আর এলাকাবাসী বলছেন, মুরাদের অত্যাচারে তারাও অতিষ্ট। তবে ভয়ে কেউ কখনও প্রতিবাদ করেননি।
মুরাদ শেখকে আসামি করে সিরাজদিখান থানায় একটি মামলা দায়ের করেছেন নির্যাতিত গৃহবধূ।
একাত্তর/ এনএ