সেকশন

মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
 

অবৈধ বালু তোলায় ভাঙ্গছে নদীর পাড়

আপডেট : ০২ আগস্ট ২০২১, ০৮:২৭ পিএম

নাটোরের সিংড়ায় অবৈধভাবে বালু তোলায় ভাঙছে নদীর পাড়। এলাকার লোকজনের অভিযোগ, বড় বড় ড্রেজিং মেশিন বসিয়ে বালু তোলা হলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না উপজেলা প্রশাসন। যদিও, জেলা প্রাশসক বলছেন, সিংড়া থেকে বালু তোলার কোনো অনুমতি দেয়া হয়নি। 

বড় বড় ড্রেজিং মেশিনে বসিয়ে অবাধে বালু তোলা হচ্ছে সিংড়ার আত্রাই নদীর পাড়ে। এতে করে প্রতিবছর ভাঙছে নদীর পাড়। নদী পাড়ের মানুষ বলছেন, ভাঙনে অনেকেরই ঘরবাড়ি, ফসলি জমি চলে গেছে নদীতে কিন্তু তারপরেও বালু তোলা থামছেনা। 

তারা বলছেন, এসব বালুমহালের কোনটারই নেই প্রশাসনের অনুমোদন। অথচ পৌর মেয়রের নির্দেশে বছরের পর বছর ধরে কাজ চলছেই। ভাঙন কবলিতরা বলছেন, ঝুঁকির কথা ভেবে বার বার প্রশাসনকে বলেও বালু উত্তোলন বন্ধ করা যায়নি। উল্টো প্রতিবাদ করলে প্রশাসনের পক্ষ থেকে হত্যার হুমকি পেয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করছেন পৌরসভা মেয়র জান্নাতুল ফেরদৌস। প্রশাসনের মৌখিক অনুমতি নিয়ে এই কাজ হচ্ছে বলে দাবি করেন তিনি। আর, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম সামিরুল ইসলাম বলছেন, সরকারি কাজের জন্য বালু তোলার অনুমতি দেয়া হয়েছে। 

তবে জেলা প্রশাসক বলছেন, সিংড়া থেকে বালু তোলার ক্ষেত্রে কাউকে অনুমোদন দেয়া হয়নি।  বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে। গত কয়েক বছরে এলাকায় উন্নয়ন কাজ বেড়ে যাওয়ায় বালুর চাহিদা বেড়েছে। 

একাত্তর/ এনএ

বরগুনায় স্কুল পড়ুয়া কিশোরীকে ধর্ষণ ও তার বাবাকে হত্যার ঘটনায় ভুক্তভোগী শিশু ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
যশোরে বাড়ির ভেতরে ঢুকে মীর সামির সাকিব সাদী নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে।
দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে পটুয়াখালীর গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমানের অপসারণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এই দাবিতেসর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ...
সুন্দরবন উপকূলের বিভিন্ন এলাকায় মোংলা কোস্টগার্ডের আলাদা অভিযানে ২০৫ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে। এসময় আটক করা হয়েছে এক শিকারীকে।
সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা, হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের স্বার্থ সংশ্লিষ্ট ৩১টি ব্যাংক হিসাবের ৩৯৪ কোটি ৬০ লাখ টাকা ফ্রিজ...
বরগুনায় স্কুল পড়ুয়া কিশোরীকে ধর্ষণ ও তার বাবাকে হত্যার ঘটনায় ভুক্তভোগী শিশু ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
জাতীয় সংসদ নির্বাচনের কাজ যাতে ব্যাঘাত না হয় ও প্রবাসীদের ভোগান্তির কথা চিন্তা করে এবং কর্তৃপক্ষের ভরসায় বুধবারের ‘অপারেশনাল হল্ট’ কর্মসূচি স্থগিত করেছে ইসি কর্মীরা।
বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসা বন্ধ করা হয়নি বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত