সেকশন

মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
 

খাদ্যে বিষক্রিয়ায় এতিমখানা ছাত্রের মৃত্যু, ১৭ জন হাসপাতালে

আপডেট : ০৩ আগস্ট ২০২১, ১০:০০ এএম

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পূর্ব একলাশপুরে দাউদ ইব্রাহিম নামে একটি এতিমখানা ও নূরানি মাদ্রাসায় খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ অবস্থায় ১৮ শিক্ষার্থীকে নোয়াখালী জেনারেল হাসপাতালে আনা হলে নুর হামিদ নিশন (৯) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

অন্য ১৭ জনকে হয়েছে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজন শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। নিহত নুর হামিদ নিশান পূর্ব একলাশপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে। 

প্রতিদিনের মত শিক্ষার্থীরা সোমবার (২ আগস্ট) রাত সাড়ে ১০টায় রাতের খাওয়া শেষ করে ঘুমাতে যায়। এর প্রায় আধা ঘণ্টা পর অর্থাৎ রাত এগারোটায় একে একে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে রাত ১২টায় অসুস্থ শিক্ষার্থীদের হাসপাতালে নিয়ে আসা হয়।

হাসপাতালে আনার পর নিশনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। 

আরও পড়ুন: সুচ ঢুকিয়েও টিকা না দেওয়ার সত্যতা পেয়েছে টাঙ্গাইলের স্বাস্থ্য বিভাগ

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ: কামরুজ্জান শিকদার জানান, লক-ডাউনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা থাকলেও, নূরানি মাদ্রাসা ও হেফজখানার পাশাপাশি এটি একটি এতিমখানা। পিতৃমাতৃহীন এতিম শিশুদের যাওয়ার কোন জায়গায় নেই তারা বিধায় মাদ্রাসায় থাকছে এবং পড়াশুনা করছে। 

তিনি আরো জানান, এতিমখানায় শিক্ষার্থীর সংখ্যা মোট ১৩৫ থেকে ১৪০ জন, তবে বর্তমানে প্রায় ৩৫ জন এতিমখানায় অবস্থান করছে। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। খাবারের সাথে কোন বিষাক্ত পদার্থ মেশানো হয়েছে কিনা তা তদন্ত করতে বাকী খাবার পরীক্ষার জন্যে জব্দ করা হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। 

জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক সৈয়দ মহিউদ্দিন আনোয়ারুল আজিম জানান, রাতে ১৮ জন শিশু শিক্ষার্থীকে খাদ্যে বিষক্রিয়াজনিত কারণে নিয়ে আসলে ১ জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। ১৭ জনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে, এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানিয়েছে। 

নোয়াখালী জেলা প্রশাসক মোঃ: খোরশেদ আলম খান রাতে শিক্ষার্থীদের দেখতে হাসপাতাল পরিদর্শন করেন।          


একাত্তর/এসজে 

বরগুনায় স্কুল পড়ুয়া কিশোরীকে ধর্ষণ ও তার বাবাকে হত্যার ঘটনায় ভুক্তভোগী শিশু ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
যশোরে বাড়ির ভেতরে ঢুকে মীর সামির সাকিব সাদী নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে।
দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে পটুয়াখালীর গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমানের অপসারণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এই দাবিতেসর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ...
সুন্দরবন উপকূলের বিভিন্ন এলাকায় মোংলা কোস্টগার্ডের আলাদা অভিযানে ২০৫ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে। এসময় আটক করা হয়েছে এক শিকারীকে।
সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা, হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের স্বার্থ সংশ্লিষ্ট ৩১টি ব্যাংক হিসাবের ৩৯৪ কোটি ৬০ লাখ টাকা ফ্রিজ...
বরগুনায় স্কুল পড়ুয়া কিশোরীকে ধর্ষণ ও তার বাবাকে হত্যার ঘটনায় ভুক্তভোগী শিশু ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
জাতীয় সংসদ নির্বাচনের কাজ যাতে ব্যাঘাত না হয় ও প্রবাসীদের ভোগান্তির কথা চিন্তা করে এবং কর্তৃপক্ষের ভরসায় বুধবারের ‘অপারেশনাল হল্ট’ কর্মসূচি স্থগিত করেছে ইসি কর্মীরা।
বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসা বন্ধ করা হয়নি বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত