নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফেইসবুকে মানহানিকর স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন মোহাম্মদ সানি নামের এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে। এসময় আরো তিন যুবককে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।
সোমবার (২ আগস্ট) রাত ৯টায় উপজেলার গোলাকান্দাইল বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সানি গোলাকান্দাইল বিজয়নগর এলাকার মিল্লাত হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মাহফুজ ফেসবুকে সানিকে নিয়ে একটি মানহানিকর স্ট্যাটাস দিয়েছিল। এ নিয়ে তাদের দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এছাড়া আগে থেকেই মাহফুজের সঙ্গে সানির বিরোধ চলছিলো।
আরও পড়ুন: খাদ্যে বিষক্রিয়ায় এতিমখানা ছাত্রের মৃত্যু, ১৭ জন হাসপাতালে
সোমবার রাতে সানি ও তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মাহফুজকে খুঁজতে যায়। এসময় মাহফুজের সহযোগীকে আটক করে সানির লোকজন। খবর পেয়ে মাহাফুজ তার লোকজন নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পাল্টা হামলা করে।
এক পর্যায়ে সানিসহ তিনজনকে কুপিয়ে জখম করে মাহফুজ ও তার সহযোগীরা।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।