বগুড়ায় করোনায় শনাক্ত হয়ে এবং উপসর্গ নিয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ৭ জন এবং উপসর্গে ৮ জন মারা গেছেন।
সোমবার (২ আগস্ট) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।
করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে বগুড়ার ৩ জন হলেন, সদরের শামীম আরা (৬০), দুপচাঁচিয়ার শ্রী মুক্তা (১৭) এবং সারিয়াকান্দির মওদুদ আহমেদ (৭০)। এর মধ্যে মওদুদ আহমেদ নিজ বাড়িতে মারা যান।
এছাড়া গত ২৪ ঘন্টায় ৪৯৯ নমুনা পরিক্ষায় শনাক্ত হয়েছেন ৮১ জন, সুস্থ্য হয়েছেন ১৬৫ জন। শনাক্তের হার ২৩.১৬ শতাংশ।
একাত্তর/এআর