সেকশন

মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
 

টিকা ছাড়াই সুঁই পুশ করা সহকারী স্বাস্থ্য পরিদর্শক বরখাস্ত

আপডেট : ১০ আগস্ট ২০২১, ০৯:৫৫ এএম

টাঙ্গাইলের দেলদুয়ার স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা ছাড়াই শুধুমাত্র সিরিঞ্জের সুঁই পুশ করা সহকারী স্বাস্থ্য পরিদর্শক সাজেদা আফরিনকে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। 

মঙ্গলবার (৩ আগস্ট) সন্ধ্যায় মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পরিচালক ডা. মো. বেলাল হোসেন স্বাক্ষরিত এক আদেশে সাময়িক বহিস্কারের বিষয়টি জানানো হয়। 

আদেশে বলা হয়, কোভিড-১৯ টিকা প্রদানকালে ৩০ জনের শরীরে সিরিঞ্জ ব্যবহার করে টিকা পুশ না করেই সেফটি বক্সে ফেলে দেয়ায় চরম অবহেলার প্রেক্ষিতে সরকারি কর্মচারী বিধিমালা, ২০১৮ অনুযায়ী অসদাচরণজনিত কারণে তাকে চাকুরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। 

এর আগে করোনার টিকা ছাড়াই শুধুমাত্র সিরিঞ্জের সুঁই পুশ করার ঘটনায় টাঙ্গাইলের ডেপুটি সিভিল সার্জন মো. শামীম হুসাইন চৌধুরীকে প্রধান করে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি ঘটনাটির সত্যতা খুঁজে পায়। 

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর উপহারের ঘর বদলে দিয়েছে তাদের জীবন

গত রোববার (১ আগস্ট) সকালে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২ নম্বর বুথে টিকা দিচ্ছিলেন সহকারী স্বাস্থ্য পরিদর্শক সাজেদা আফরিন। এসময় তিনি টিকা নিতে আসা লোকদের শরীরে সুঁই ফোটালেও টিকার ওষুধ না ঢুকিয়েই সিরিঞ্জ ফেলে দিচ্ছিলেন। টিকা দিতে আসা লাইনে অপেক্ষমাণ কয়েকজন বিষয়টি লক্ষ্য করে হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার শামীম হোসেনকে জানান।

এরপর ওই আবাসিক মেডিক্যাল অফিসার ঘটনাস্থলে গিয়ে ঝুড়ি থেকে পরিত্যক্ত সিরিঞ্জগুলো তুলে ঘটনার সত্যতা পান। তিনি সেখানে ২০টি সিরিঞ্জের ভেতর টিকার ওষুধ দেখতে পান। বিষয়টি তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে অবহিত করেন।

এ ঘটনায় তোলপাড় হলে দ্রুততার ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করে মন্ত্রণালয়। 

একাত্তর/আরএইচ
বরগুনায় স্কুল পড়ুয়া কিশোরীকে ধর্ষণ ও তার বাবাকে হত্যার ঘটনায় ভুক্তভোগী শিশু ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
যশোরে বাড়ির ভেতরে ঢুকে মীর সামির সাকিব সাদী নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে।
দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে পটুয়াখালীর গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমানের অপসারণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এই দাবিতেসর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ...
সুন্দরবন উপকূলের বিভিন্ন এলাকায় মোংলা কোস্টগার্ডের আলাদা অভিযানে ২০৫ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে। এসময় আটক করা হয়েছে এক শিকারীকে।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্যের ফলে বাংলাদেশের অর্থনীতিতে বহুপাক্ষিক বা দ্বিপাক্ষিক সম্পর্কের কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। 
সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা, হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের স্বার্থ সংশ্লিষ্ট ৩১টি ব্যাংক হিসাবের ৩৯৪ কোটি ৬০ লাখ টাকা ফ্রিজ...
বরগুনায় স্কুল পড়ুয়া কিশোরীকে ধর্ষণ ও তার বাবাকে হত্যার ঘটনায় ভুক্তভোগী শিশু ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
জাতীয় সংসদ নির্বাচনের কাজ যাতে ব্যাঘাত না হয় ও প্রবাসীদের ভোগান্তির কথা চিন্তা করে এবং কর্তৃপক্ষের ভরসায় বুধবারের ‘অপারেশনাল হল্ট’ কর্মসূচি স্থগিত করেছে ইসি কর্মীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত