টাঙ্গাইলের দেলদুয়ার স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা ছাড়াই শুধুমাত্র সিরিঞ্জের সুঁই পুশ করা সহকারী স্বাস্থ্য পরিদর্শক সাজেদা আফরিনকে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
মঙ্গলবার (৩ আগস্ট) সন্ধ্যায় মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পরিচালক ডা. মো. বেলাল হোসেন স্বাক্ষরিত এক আদেশে সাময়িক বহিস্কারের বিষয়টি জানানো হয়।
আদেশে বলা হয়, কোভিড-১৯ টিকা প্রদানকালে ৩০ জনের শরীরে সিরিঞ্জ ব্যবহার করে টিকা পুশ না করেই সেফটি বক্সে ফেলে দেয়ায় চরম অবহেলার প্রেক্ষিতে সরকারি কর্মচারী বিধিমালা, ২০১৮ অনুযায়ী অসদাচরণজনিত কারণে তাকে চাকুরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।
এর আগে করোনার টিকা ছাড়াই শুধুমাত্র সিরিঞ্জের সুঁই পুশ করার ঘটনায় টাঙ্গাইলের ডেপুটি সিভিল সার্জন মো. শামীম হুসাইন চৌধুরীকে প্রধান করে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি ঘটনাটির সত্যতা খুঁজে পায়।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর উপহারের ঘর বদলে দিয়েছে তাদের জীবন
গত রোববার (১ আগস্ট) সকালে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২ নম্বর বুথে টিকা দিচ্ছিলেন সহকারী স্বাস্থ্য পরিদর্শক সাজেদা আফরিন। এসময় তিনি টিকা নিতে আসা লোকদের শরীরে সুঁই ফোটালেও টিকার ওষুধ না ঢুকিয়েই সিরিঞ্জ ফেলে দিচ্ছিলেন। টিকা দিতে আসা লাইনে অপেক্ষমাণ কয়েকজন বিষয়টি লক্ষ্য করে হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার শামীম হোসেনকে জানান।
এরপর ওই আবাসিক মেডিক্যাল অফিসার ঘটনাস্থলে গিয়ে ঝুড়ি থেকে পরিত্যক্ত সিরিঞ্জগুলো তুলে ঘটনার সত্যতা পান। তিনি সেখানে ২০টি সিরিঞ্জের ভেতর টিকার ওষুধ দেখতে পান। বিষয়টি তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে অবহিত করেন।
এ ঘটনায় তোলপাড় হলে দ্রুততার ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করে মন্ত্রণালয়।