সাত বছরেও মাদারিপুরে পদ্মায় পিনাক-৬ নামের লঞ্চডুবি মামলার বিচার হয়নি। অভিযুক্ত লঞ্চমালিক কর্মচারীরা সবাই জামিনে মুক্ত। এদিকে মৃত ৪৯ জনের মধ্যে ২৮ জনের পরিচয় আজো নিশ্চিত হয়নি। স্বজনহারা মানুষেরা জানান, বেশিরভাগ অসহায় পরিবার আজো কোন ক্ষতিপূরণ পাননি।
২০১৪ সালের ৪ আগস্ট। ঈদ শেষে লঞ্চে ঢাকায় ফিরছিলেন দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ। সেদিন উত্তাল পদ্মায় আড়াই শতাধিক যাত্রী নিয়ে চোখের সামনে ডুবে যায় পিনাক-৬ লঞ্চটি।
সরকারি হিসেবে ওই দুর্ঘটনায় ৪৯ যাত্রীর লাশ উদ্ধার করা হয়। তবে বেসরকারি হিসেবে সেই সংখ্যা আরও বেশি। ওই ঘটনায় নিখোঁজ ৫০ জনের খোঁজ মেলেনি আজও।
এদিকে উদ্ধারকৃত ৪৯টি মরদেহের মধ্যে নাম পরিচয় জানা যায়নি ২৮ জনের। শিবচর পৌর কবরস্থানে তাদের দাফন হয়েছিলো অজ্ঞাতনামা হিসেবে। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান জানালেন, মরদেহগুলোর ডিএনএ নমুনা সংগ্রহ করে রাখা হয়েছে।
মর্মান্তিক ওই লঞ্চ দুর্ঘটনায় মামলাও হয়েছিলো দুটি। কিন্তু বিচার কাজ শেষ হয়নি সাতবছরেও। পিনাক-৬ লঞ্চের মালিক ও তার ছেলেসহ বেশ কয়েকজন আসামি তখন গ্রেপ্তার হলেও এখন তারা রয়েছেন জামিনে।
একাত্তর/ এনএ