যত দিন যাচ্ছে ততই ঢিলেঢালা হচ্ছে কঠোর বিধি নিষেধ। আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর টহল উপেক্ষা করেই নানা অযুহাতে ঘরের বাইরে বের হচ্ছে মানুষ। ভারী যানবাহন না চললেও হালকা বাহন চলছে বিনা বাধায়। প্রশাসনের কর্মকর্তারা বলছেন, শত অভিযানের পরেও মানুষ নিজের থেকে সচেতন না হলে সংক্রমণ ঠেকানো সম্ভব নয়।
বুধবার সকালের দিকে রাস্তাঘাট কিছুটা ফাঁকা থাকলেও বেলা বাড়ার সাথে সাথেই রাজশাহীর সড়কে বাড়তে থাকে মানুষের চলাচল। বাড়ে যায রিকশা, অটো-রিকশাসহ ব্যক্তিগত বাহন। যদিও মহানগরীতে প্রবেশের রাস্তায় রয়েছে চেকপোস্টে। সেখানে বের হবার কারণ না দেখাতে পারলে জরিমানাও করা হচ্ছে।
স্বাভাবিক সময়ের মতই যানবাহন চলছে ময়মনসিংহে। প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়মিত টহল এড়িয়ে রাস্তায় বাড়ছে মানুষ ও যানবাহনের চাপ বাড়ছে। একইভাবে পুলিশি জেরার মুখে পড়ার ভয় থাকলেও জামালপুরে প্রতিদিনই সড়কে বাড়ছে মানুষ ও যানবাহনের চলাচল। বহু মানুষ এখনও মাস্ক পরছেন না।
যশোরে নাম মাত্র চলছে কঠোর বিধি নিষেধ। বাস চলাচল বন্ধ থাকলেও মানুষ বিকল্প বিভিন্ন যানে যাচ্ছেন গন্তব্যে। মানছেন না স্বাস্থ্যবিধি। কুমিল্লার বাজার আর গলি ছোট সড়ক দেখে বোঝার উপায় নাই যে ঘরে থাকার নির্দেশ ছিলো। বাজারগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়।
একাত্তর/ এনএ