২৪ ঘণ্টায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে দেশের ২১ জেলায় ১৯৭ জনের মৃত্যু হয়েছে।
করোনায় দেশে প্রতিদিনই বাড়ছে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশের ২১ জেলায় করোনা ও উপসর্গ নিয়ে ১৯৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশব্যাপী একাত্তরের প্রতিনিধিদের পাঠানো খবর থেকে এ তথ্য জানা যায়।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ময়মনসিংহ বিভাগে । সেখানে ২২ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও বরিশাল ও চট্টগ্রামে ১৬ জনের মৃত্যু হয়েছে।
চাঁদপুরে ১৫, বগুড়ায় ১৫, রাজশাহী ১৪, ফরিদপুরে ১৪, খুলনায় ৯ জন, কুমিল্লায় ৮, চুয়াডাঙ্গায় ৮, যশোর ৭, কুষ্টিয়ায় ৭, ব্রাক্ষণবাড়িয়ায় ৬, সাতক্ষীরা ৪, মানিকগঞ্জে ৪, নোয়াখালী, সুনামগঞ্জে, সাতক্ষীরা, মাগুরায়, মেহেরপুরে, ঠাকুরগাঁও-এ, নারায়ণগঞ্জে ৩ জন করে এবং নেত্রকোণায়, লক্ষ্মীপুরে, দিনাজপুরে, কিশোরগঞ্জে ২ জন করে এবং ঝিনাইদহে, পটুয়াখালী ও রাঙ্গামাটিতে ১ জন করে মারা গেছেন।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ১৭ বরযাত্রী নিহত
প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় এবং এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম এ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়। ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
গতকাল (৩ আগস্ট) সারাদেশে করোনায় আক্রান্ত হয়ে ২৩৫ জনের মৃত্যু হয় বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৩৯৭ জনে।
একাত্তর/এআর