সেকশন

মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
 

'নাই' দিয়ে চলছে রৌমারী হাসপাতাল!

আপডেট : ০৪ আগস্ট ২০২১, ০৫:৪৫ পিএম

'নাই' দিয়ে চলছে তিন লক্ষাধিক মানুষের একমাত্র চিকিৎসাকেন্দ্র কুড়িগ্রামের রৌমারী হাসপাতাল। আবাসিক ডাক্তার, এক্সরে-টেকনিশিয়ান, এনেস্থেসিয়া এক্সর্পাট, ল্যাব টেকনিশিয়ান, এম্বুলেন্স ড্রাইভার, প্যারামেডিকেল ডাক্তার কিছুই নাই এখানে। পর্যাপ্ত অক্সিজেন, প্রয়োজনীয় ওষুধ, নার্স, নৈশ প্রহরী, এমনকি করোনাভাইরাসে আক্রান্তদের জন্য আলাদা কোনো কেবিনও নাই এ হাসপাতালে।  

রৌমারী হাসপাতালের সিনিয়র অফিস সহকারি আব্দুস সাত্তার জানান, দীর্ঘদিন থেকে রৌমারী হাসপাতালের ডাক্তারসহ তৃতীয় ও চতুর্থ শ্রেণির ৬২ টি পদ ফাঁকা রয়েছে। এর মধ্যে ডাক্তার ২৪ জনের মধ্যে রয়েছেন মাত্র ছয়জন, ডেন্টাল সার্জন নাই, কনসালটেন্ট পাঁচজনের জায়গায় একজনও নাই। নার্স ২০ জনের জায়গায় আছেন আটজন। এছাড়াও তৃতীয় শ্রেণির কর্মচারী পদ ফাঁকা রয়েছে ১৭ টি ও চতুর্থ শ্রেণীর ১৩ টি। হাসপাতালে একজন নৈশ প্রহরীও নাই। 

সরেজমিনে গিয়ে হাসপাতালে দেখা যায়, কোটি টাকার উন্নতমানের এক্সরে মেশিনটি দীর্ঘদিন ব্যবহার না করায় নষ্ট হয়ে যাচ্ছে, একই অবস্থা অপারেশন থিয়েটারের। গাইনী ডাক্তার ও এনেস্থেসিয়া এক্সপার্ট না থাকায় নষ্ট হয়ে যাচ্ছে প্রয়োজনীয় যন্ত্রপাতি। বর্হি-বিভাগে রোগী দেখছেন মাত্র চারজন ডাক্তার, রোগীদের দীর্ঘ লাইন। সেখানে সামাজিক দুরত্বের কোনো বালাই নেই।

image


চিকিৎসা নিতে আসা ইজলামারী গ্রামের শাহিন আহম্মেদ জানান, দুই ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে যদিও ডাক্তারের দেখা পেলাম কিন্তু ওষুধ যা লিখেছেন তা বাইরে থেকে কিনতে হবে। হাসপাতালে শুধু নাই আর নাই।

বন্দবেড় গ্রামের রফিকুল ইসলাম বলেন, হাসপাতালের এক্সরে টেকনিশিয়ান না থাকায় বাইরে থেকে এক্সরে করতে হচ্ছে।

রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ বলেন, জেলা শহর হতে ব্রহ্মপুত্র নদ দ্বারা বিচ্ছিন্ন উপজেলা রৌমারী। এ উপজেলার প্রায় তিন লাখ মানুষের একমাত্র চিকিৎসা কেন্দ্র রৌমারী হাসপাতাল। জনবল সংকটে সে নিজেই রুগ্ন হয়েয়ে আছে। গাইনী ডাক্তার না থাকায় প্রসূতি মায়েদের চরম ভোগান্তি পোহাতে হয়। তবে দ্রুত এ সমস্যার সমাধান হবে বলে আশা করি।

আরও পড়ুন: কুড়িগ্রামে খরায় পুড়ছে মাঠ, আমন চাষে বিপাকে কৃষক

জনবল সংকটের কথা স্বীকার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান বলেন, জনবল সংকট নিরসনের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার জানিয়েছি। সরকারি লোক নিয়ে আসা কঠিন হলেও আশা করি দ্রুত এ সমস্যার সমাধান হবে। 

তিনি আরও বলেন, হাসপাতালটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করণের ঘোষনা হলেও এখন পর্যন্ত ৫০ শয্যার চাহিদা অনুযায়ী কোনো বরাদ্দ পাইনি।   


একাত্তর/আরবিএস       

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে বিশাল আকৃতির একটি কাতল মাছ ধরা পড়েছে।
লক্ষ্মীপুরের রামগতিতে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ করেছে দুর্বৃত্তরা। সোমবার ভোরে উপজেলার চরগাজী ইউনিয়নের দক্ষিণ টুমচর এলাকায় এ ঘটনা ঘটে। 
নরসিংদীর মনোহরদীতে সড়কে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বেসরকারি নেসলে কম্পানির পিকআপ ভ্যান আটকে প্রায় তিন লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
চলমান পরিস্থিতিতে আমাদের রাজনৈতিক বিভাজন যদি থাকে তাহলে এই রাজনৈতিক বিভাজনই আবার আওয়ামী লীগকে পুনর্বাসিত করবে; তাই আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। 
জাতীয় নাগরিক পার্টির সংক্ষিপ্ত নাম 'এনসিপি' নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) আপত্তি জানিয়েছে বাংলাদেশ সিটিজেন পার্টি (বিসিপি)।
বাংলাদেশের সংস্কৃতি অঙ্গণের অগ্রণী ব্যক্তিত্ব, সঙ্গীতজ্ঞ ও ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি সন্‌জীদা খাতুন মারা গেছেন। 
প্রধান উপদেষ্টার চীন সফরে মূল নজর থাকবে দু'দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি বাংলাদেশে চীনা বিনিয়োগ কীভাবে বাড়ানো যেতে পারে সেই বিষয়টি। 
‘আওয়ামী লিগ’ নামে নতুন দলের নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছেন উজ্জ্বল রায় নামে এক ব্যক্তি। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত