সাভারে সিঙ্গার কারখানার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীসহ আহত হয়েছেন অন্তত পাঁচজন। এ ঘটনায় ঢাকা আরিচা মহামসড়কের উভয়পাশে যানচলাচল বন্ধ ছিল। তবে আগুন নিয়ন্ত্রণে আশায় আবার স্বাভাবিক হয়েছে মহামসড়কের পরিস্থিতি।
বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল সোয়া ৮টার দিকে রাজফুলবাড়িয়া বাসষ্ট্যান্ড এলাকায় সিঙ্গার ইলেকট্রনিকসের একটি ওয়্যারহাউসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম সাংবাদিকদের জানান, সকালে সিঙ্গার ইলেকট্রনিকসের একটি ওয়্যারহাউসের আটতলা ভবনের দ্বিতীয় তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পুরো গোডাউনটি পুড়ে গেলেও এখনো আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস।
আরও পড়ুন: ময়মনসিংহে একদিনে ২১ মৃত্যু
এদিকে দুর্ঘটনা এড়াতে ওই এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখেছে সাভার পল্লীবিদ্যুৎ।
কিভাবে আগুন লেগেছে বিষয়টি তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
একাত্তর/আরবিএস