সেকশন

মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
 

কুমিল্লায় বাড়ছে সংক্রমণ, ১৫ দিনে ১৫৭ মৃত্যু

আপডেট : ০৬ আগস্ট ২০২১, ০১:০৭ পিএম

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মারা গেছেন ১৯ জন। জেলায় প্রতিদিন গড়ে মারা যাচ্ছেন ১০ জন, পাশাপাশি বাড়ছে শনাক্তের সংখ্যা। ১৫ দিনে এ জেলায় মোট ১৫৭ জনের মৃত্যু হয়েছে। করোনা ঠেকাতে টিকা ও সচেতনতার বিকল্প নেই বলছে জেলা স্বাস্থ্য বিভাগ। 

শুক্রবার (৬ আগস্ট) জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন জানান, গত ২৪ ঘন্টায় জেলায় করোনায় মৃত্যুবরণ করেছেন ১৫ জন। এছাড়া উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৮০২ জন এবং সুস্থ হয়েছেন ১৫৫ জন। গত তিনদিনে জেলার প্রায় ১৫ হাজার মানুষকে টিকা দেওয়া হয়েছে। 

মীর মোবারক হোসাইন আরও জানান, যতো বেশি নমুনা পরীক্ষা করা হবে সংক্রমণের মাত্রা সম্পর্কে ততো বেশি নিশ্চিত হওয়া যাবে। সে হিসেবে আইসোলেশন ও চিকিৎসার ব্যবস্থা করা গেলে নেতিবাচক ফলাফল কমিয়ে আনা যাবে। টিকা দেওয়া নিশ্চিত করতে পারলে মৃত্যুর হার কমে আসবে। আর সংক্রমণ রোধে সচেতনতার কোনো বিকল্প নেই। 

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, ১৫ দিনে এ জেলায় মোট ১৫৭ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছেন কয়েক হাজার মানুষ। সুস্থ হয়েছেন চার হাজার ১৩২ জন। এ সময়ের মধ্যে ২৯ হাজার ৫৮৫টি নমুনা পরীক্ষা হয়েছে জেলায়। প্রতিদিন গড়ে দুই হাজার জনের নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্ত হয়েছেন সাত শতাধিক মানুষ। 

রেকর্ড সংখ্যক আক্রান্ত ও প্রাণহানির বিপরীতে ব্যাপক হারে করোনার নমুনা পরীক্ষাকে ইতিবিাচক হিসেবেই দেখছেন স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্টরা। 

একাত্তর/আরবিএস  

বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার সময় ভারতীয় দুটি ফিশিং ট্রলারসহ দেশটির ৩৪ জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।
বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলেই জুলাই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চরম ভোগান্তিতে পড়া চন্দ্রগঞ্জ-রায়পুর সড়কের উন্নয়ন দাবিতে লক্ষ্মীপুরে সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলীর ‘গায়েবানা জানাজা’ অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রামে জয়নাল নামে এক ফল ব্যবসায়ীকে গলাকেটে হত্যায় স্ত্রীসহ তিন জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সোমবার (১৪ জুলাই) দুপুরে অষ্টম অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ এইচএম শফিকুল ইসলাম এ রায় দেন। 
রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের (মিটফোর্ড) সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনায় অন্যতম আসামি নান্নুকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার সময় ভারতীয় দুটি ফিশিং ট্রলারসহ দেশটির ৩৪ জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।
রাজধানী ঢাকাসহ দেশের ১৩টি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
জুলাই অভ্যুত্থানের এক বছর পরেও নারীর প্রতি দৃষ্টিভঙ্গি বদলায়নি- এমনটাই মনে করছেন আন্দোলনে নেতৃত্বদানকারী ও অংশগ্রহণকারী নারীরা। মতামত ও মেধার মূল্যায়ন না দিয়ে নারীদের প্রতীকী করে রাখা হয়েছে বলেও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত