কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মারা গেছেন ১৯ জন। জেলায় প্রতিদিন গড়ে মারা যাচ্ছেন ১০ জন, পাশাপাশি বাড়ছে শনাক্তের সংখ্যা। ১৫ দিনে এ জেলায় মোট ১৫৭ জনের মৃত্যু হয়েছে। করোনা ঠেকাতে টিকা ও সচেতনতার বিকল্প নেই বলছে জেলা স্বাস্থ্য বিভাগ।
শুক্রবার (৬ আগস্ট) জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন জানান, গত ২৪ ঘন্টায় জেলায় করোনায় মৃত্যুবরণ করেছেন ১৫ জন। এছাড়া উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৮০২ জন এবং সুস্থ হয়েছেন ১৫৫ জন। গত তিনদিনে জেলার প্রায় ১৫ হাজার মানুষকে টিকা দেওয়া হয়েছে।
মীর মোবারক হোসাইন আরও জানান, যতো বেশি নমুনা পরীক্ষা করা হবে সংক্রমণের মাত্রা সম্পর্কে ততো বেশি নিশ্চিত হওয়া যাবে। সে হিসেবে আইসোলেশন ও চিকিৎসার ব্যবস্থা করা গেলে নেতিবাচক ফলাফল কমিয়ে আনা যাবে। টিকা দেওয়া নিশ্চিত করতে পারলে মৃত্যুর হার কমে আসবে। আর সংক্রমণ রোধে সচেতনতার কোনো বিকল্প নেই।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, ১৫ দিনে এ জেলায় মোট ১৫৭ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছেন কয়েক হাজার মানুষ। সুস্থ হয়েছেন চার হাজার ১৩২ জন। এ সময়ের মধ্যে ২৯ হাজার ৫৮৫টি নমুনা পরীক্ষা হয়েছে জেলায়। প্রতিদিন গড়ে দুই হাজার জনের নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্ত হয়েছেন সাত শতাধিক মানুষ।
রেকর্ড সংখ্যক আক্রান্ত ও প্রাণহানির বিপরীতে ব্যাপক হারে করোনার নমুনা পরীক্ষাকে ইতিবিাচক হিসেবেই দেখছেন স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্টরা।
একাত্তর/আরবিএস