রাঙামাটি জুরাছড়ি উপজেলায় বজ্রপাতে সন্তোষ বিকাশ চাকমা নামের এক কৃষকের পাঁচটি গরুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় কষ্টে ও দুশ্চিন্তায় দিশেহারা হয়ে পড়েছেন তিনি।
বৃহস্পতিবার (৫ আগস্ট) জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া ইউনিয়নের দুর্গম বাদল পড়া (শুকনাছড়ি) গ্রামে এ ঘটনা ঘটে।
গরুর মালিক সন্তোষ বিকাশ চাকমা হতাশাগ্রস্ত হয়ে বলেন, আমার সবই শেষ। আমি বিশাল ক্ষতিগ্রস্ত হলাম। এ সময় প্রশাসনের সহযোগিতার অনুরোধ জানান তিনি।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় সন্তোষ বিকাশ চাকমা তার গরুগুলোকে গোয়ালে বেঁধে রাখে। সন্ধ্যায় হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটলে ঘটনাস্থলেই গরুগুলো মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়। পাঁচটি গরু দাম আনুমানিক দুই থেকে তিন লাখ টাকা বলে জানা যায়।
আরও পড়ুন: কুমিল্লায় বাড়ছে সংক্রমণ, ১৫ দিনে ১৫৭ মৃত্যু
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ মাহফুজুর আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ বলেন, বজ্রপাতে সন্তোষ বিকাশ চাকমা নামের এক কৃষকের পাঁচটি গরু মারা গেছে। ক্ষতিগ্রস্ত কৃষককে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।
একাত্তর/আরবিএস