সেকশন

মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
 

টাকা নিয়ে টিকার নিবন্ধন, দুই স্বাস্থ্যকর্মী প্রত্যাহার

আপডেট : ০৬ আগস্ট ২০২১, ০৬:৩০ পিএম

লক্ষ্মীপুরের রায়পুরে বিনামূল্যের টিকা নিবন্ধনে টাকা আদায়ের অভিযোগে দুইজন স্বাস্থ্যকমীর্রকে প্রত্যাহার করা হয়েছে।
প্রত্যাহারকৃত দুই স্বাস্থ্যকর্মী হলেন চরপাতা গাজীনগর এলাকায় স্বাস্থ্য সহকারী সুনিল চন্দ্র দেবনাথ ও পরিবার কল্যাণ সহকারী চন্দনা রানী নাথ। 

এ ঘটনায় শুক্রবার (০৬ আগস্ট) বিকালে তিন সদস্য বিশিষ্ট তদন্ত টিম গঠন করেছে রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। তবে সঠিক তদন্তের স্বার্থে ওই কমিটির দায়িত্বরত তিন কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি।

জানা গেছে, শনিবার লক্ষ্মীপুর জেলার একযোগে ওয়ার্ড পর্যায়ে বিনামূল্যে বিনামূল্যে কোভিড-১৯ টিকা দেওয়ার প্রস্তুতিতে টিকা নিবন্ধনের জন্য এলাকায় মাইকিং ও অনলাইনে নিবন্ধনের কাজ শুরু হয়। এদিকে বৃহস্পতিবার রায়পুর উপজেলার চরপাতা ইউনিয়নের স্বাস্থ্য সহকারী সুনিল চন্দ্র দেবনাথ ও পরিবার কল্যাণ সহকারী চন্দনা রানী নাথের বিরুদ্ধে টিকা নিবন্ধনের জন্য জনপ্রতি ৫০ টাকা করে গ্রহণের অভিযোগ উঠে। পরে স্থানীয়রা সেই খবর সামাজিকযোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। বিষয়টি স্বাস্থ্যবিভাগের নজরে এলে দুই স্বাস্থ্যকর্মীকে প্রত্যাহার করে নেওয়াসহ তিনসদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।

এদিকে রায়পুরের উপজেলার চরপাতা ইউনিয়নের গাজীনগর এলাকার রাশিদা বেগম,আনোয়ার উল্যা পাটওয়ারী, তাছলিমা আক্তার, আফরোজা আক্তারসহ বেশ কয়েকজন অভিযোগ করে জানান, ইপিআই টিকাকেন্দ্রে সুনীল চন্দ্র দেবনাথ তিন দিন ধরে জনপ্রতি ৫০ টাকা করে টিকা নিবন্ধনের জন্য নিয়েছেন। যারা টাকা দিতে পারেননি তিনি তাদের এনআইডি নাম্বার নিবন্ধনের জন্য লিপিবদ্ধ করেননি। একই অভিযোগ পরিবার কল্যাণ সহকারী চন্দনা রানী নাথের বিরুদ্ধেও। 

এদিকে, স্বাস্থ্য সহকারী সুনিল চন্দ্র দেবনাথ জানান, বিনামূল্যে টিকা নিবন্ধনে টাকা আদায়ের অভিযোগের বিষয়টি সত্য নয়। তবে তিনি জানান,‘তার ছেলের কম্পিউটার দিয়ে নিবন্ধন করেছে। করোনার টিকার নিবন্ধনে জন্য এনআইডি নাম্বার খাতায় লিখে ৫০ টাকা করে কম্পিউটারের খরচ নিয়েছে তার ছেলে । গত দু’দিনও অর্ধশতাধিক লোকের নিবন্ধন করে তাদের টিকা কার্ড দিয়ে দেওয়াও হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন: করোনায় মৃত্যু ২২ হাজার ছাড়ালো, কমছে শনাক্তের হার

রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো জাকির হোসেন জানান, বিনামূল্যেও টিকা নিবন্ধনে টাকা আদায়ের অভিযোগটি সামাজিক যোগাযোগের মাধ্যমে অবহিত হন তিনি। বিষয়টি নজরে আসলে জেলা সিভিল সার্জনকে অবহিত করা হয়। পরে সিভিল সার্জনের নির্দেশে স্বাস্থ্য সহকারী সুনিল চন্দ্র দেবনাথ ও পরিবার কল্যাণ সহকারী চন্দনা রানী নাথকে দায়িত্ব থেকে প্রত্যাহারকরাসহ ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। 

সিভিল সার্জন ডা: আব্দুল গফ্ফার জানান,বিনামূল্যেও টিকা নিবন্ধনে টাকা আদায়ের অভিযোগের বিষয়টি অবহিত হয়েছি। দুইজনকে প্রত্যাহরসহ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া শনিবার জেলার প্রত্যেকটি ওয়ার্ড পর্যায়ে বিনামূল্যে কোভিড-১৯ টিকা দেওয়া শুরু হবে। এ পর্যায়ে ৩৯ হাজার মানুষকে টিকা দেওয়ার প্রস্ততি নেওয়া হয়েছে। 


একাত্তর/এসএ

বঙ্গোপসাগরে জেলের জালে ৩৪ কেজি ওজনের একটি ভোল মাছ ধরা পড়েছে। পরে পাইকারি বাজারে মাছটি বিক্রি হয়েছে সাড়ে তিন লাখ টাকায়।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে বিশাল আকৃতির একটি কাতল মাছ ধরা পড়েছে।
লক্ষ্মীপুরের রামগতিতে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ করেছে দুর্বৃত্তরা। সোমবার ভোরে উপজেলার চরগাজী ইউনিয়নের দক্ষিণ টুমচর এলাকায় এ ঘটনা ঘটে। 
নরসিংদীর মনোহরদীতে সড়কে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বেসরকারি নেসলে কম্পানির পিকআপ ভ্যান আটকে প্রায় তিন লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
বঙ্গোপসাগরে জেলের জালে ৩৪ কেজি ওজনের একটি ভোল মাছ ধরা পড়েছে। পরে পাইকারি বাজারে মাছটি বিক্রি হয়েছে সাড়ে তিন লাখ টাকায়।
দুর্নীতি ও অনিয়মের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিকে দলীয় পদ বা নির্বাচনে মনোনয়ন না দেওয়াসহ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের ‘আশু বাস্তবায়নযোগ্য’ ৯টি সুপারিশের বিষয়ে নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব চেয়েছে...
জাতীয় নাগরিক পার্টির সংক্ষিপ্ত নাম 'এনসিপি' নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) আপত্তি জানিয়েছে বাংলাদেশ সিটিজেন পার্টি (বিসিপি)।
বাংলাদেশের সংস্কৃতি অঙ্গণের অগ্রণী ব্যক্তিত্ব, সঙ্গীতজ্ঞ ও ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি সন্‌জীদা খাতুন (৯২) মারা গেছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত