রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ৬৯তম দিনে রামেকে সবমিলিয়ে ১ হাজার ২৬ জনের মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ৮টা থেকে রোববার (৮ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।
মৃতদের মধ্যে রয়েছেন রাজশাহীর ১০ জন, নাটোরের ৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন, পাবনা, নওগাঁ ও কুষ্টিয়ার একজন করে।
এর আগে এ হাসপাতালে গত ২৮ জুন ও ১৪ জুলাই দুইদিন সর্বোচ্চ ২৫ জন করে মারা যান।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, নতুন করে মারা যাওয়া ১৮ জনের মধ্যে ছয়জন করোনা পজিটিভ ছিলেন। ১০ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। আর দুইজন করোনা নেগেটিভ ছিলেন। তারা শ্বাসকষ্টে মারা গেছেন।
তিনি আরও জানান, গত ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৫২ জন। এ নিয়ে ৫১৩ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৪০৫ জন।
আরও পড়ুন: ৬ দিনেই ডেঙ্গু রোগী ছাড়িয়েছে ১ হাজার
এর আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৩৮৭টি নমুনা পরীক্ষায় ১৩৪ জনের করোনা পজিটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ৩৮ দশমিক ৬১ শতাংশ। চাঁপাইনবাবগঞ্জের ৮০ নমুনায় ১৭ জনের পজেটিভ আসে। শনাক্ত হার ২১ দশমিক ২৫ শতাংশ।
একাত্তর/আরএ