কুমিল্লার দাউদকান্দি উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সেন্টারের সামনে বিভিন্ন রকম ভিডিও ধারণ করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় লাইকি ভিডিও নির্মাতা ইয়াছিনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৮ আগস্ট) সকালে পুলিশ সুপার কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের কথা জানান কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ।
সংবাদ সম্মেলনে কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, গেল জুলাই মাসের ২১ তারিখ দাউদকান্দি মডেল মসজিদ ও ইসলামী সেন্টারের সামনে ভিডিও ধারণ করে লাইকিতে @Sumaiya008 আইডিতে ভিডিও আপলোড করে জেলার দেবীদ্বার উপজেলার ভিংলাবাড়ির গোলাপ মিয়ার ছেলে ইয়াছিন।
আরও পড়ুন: থানায় অভিযোগ করায় কিশোরকে গুলি করে হত্যা
সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ভিডিওটি ভাইরাল হলে মসজিদের পবিত্রতা নষ্টসহ সাধারণ মুসল্লিদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। ব্যাপারটি পুলিশের নজরে আসলে তাকে দ্রুত আইনের আওতায় আনতে শনিবার (৭ আগস্ট) রাত ১২ টায় তার গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
আসামী ইয়াছিন ও তার সহযোগীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে নিয়মিত মামলা দায়ের করা হবে বলে পুলিশ সুপার জানান।